থানের বদলাপুরের স্কুলে দুই শিশুকে যৌন নিগ্রহের ঘটনায় ইতিমধ্যে উত্তাল মহারাষ্ট্র। এই পরিস্থিতিতে বুধবার জাতীয় শিশুসুরক্ষা কমিশন দায়িত্ব নিল বিষয়টি খতিয়ে দেখার। ইতিমধ্যে বদলাপুরের ঘটনার মঙ্গলবার যাঁরা পথে নেমে প্রতিবাদ করেছিলেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মহারাষ্ট্রের থানে পুলিশ। প্রায় ৩০০ জনের বিরুদ্ধে ওই এফআইআর দায়ের হয়েছে। এঁদের মধ্যে অন্তত ৪০ জনকে গ্রেফতারও করেছে তারা। বুধবারই তাঁদের আদালতে তোলা হবে।

এরই মধ্যে বদলাপুর যৌন নির্যাতন মামলার মূল অভিযুক্ত অক্ষয় শিন্ডেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে থানে জেলার বদলাপুরের একটি স্কুলে অধ্যয়নরত দুই নাবালিকা মেয়েকে নির্যাতনের অভিযোগ নথিভুক্ত হয়েছে। অভিযুক্ত অক্ষয় শিন্ডেকে ২৫অগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)