সাম্প্রদায়িক দাঙ্গার জেরে বন্ধ হয়ে গিয়েছিল যে মন্দির, ৪৬ বছর পর পুনরায় খুলল তা। ১৯৭৮ সালে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সম্ভলে একটি দাঙ্গার কারণে তালা পড়েছিল মন্দিরের দরজায়। দীর্ঘ ৪৬ বছর পর শুক্রবার প্রশাসনের তরফে ফের খোলা হয় মন্দিরটি। জানা যাচ্ছে, সম্ভলের (Sambhal) শাহী জামা মসজিদ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত এই মন্দিরটির নাম ভস্ম শঙ্কর মন্দির। মন্দিরে রয়েছে হনুমানজির মূর্তি এবং শিবলিঙ্গ। এত বছর পর মন্দিরের দরজা খোলায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত স্থানীয়রা। মন্দির খোলার পর শুক্রবার সেখানে পুজোও করেছেন পুরোহিতেরা। দিন কয়েক আগেই সম্ভলে শাহী জামা মসজিদের সমীক্ষা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাক। পরিস্থিতি পুলিশের হাতে বেরিয়ে যায়। মৃত্যু হয় চারজন স্থানীয়ের। সেই আবহের মাঝে ওই এলাকায় বন্ধ হয়ে যাওয়া ভস্ম শঙ্কর মন্দির খুলে যাওয়ায় খুশি হয়েছেন সম্ভলের হিন্দুরা।

৪৬ বছর আগে তালাবন্ধ মন্দির খুলে গেল সম্ভলে... 

নতুন করে শুরু হল পুজো আরাধনা... 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)