সোমবার গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল হরিয়ানার ভিদরানা গ্রামের কাছে চণ্ডীগড় হাইওয়েতে (Chandigarh Highway)। রাত ১টা নাগাদ একটি টাটা ম্যাজিক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের। জানা যাচ্ছে, ম্যাজিক গাড়িতে করে কমপক্ষ ৮-৯ জন যাচ্ছিলেন। যদিও তাঁরা কোথায় যাচ্ছিলেন এবং তাঁদের পরিচয় সম্পর্কেে কিছুই জানা যায়নি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে নারওয়ানার সিভিল হাসপাাতালে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে কয়েকজন ঘটনাস্থলে এবং কয়েকজনের হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে। হাসপাতাল সুূত্রের খবর, নিহতদের মধ্যে ৪ জন পুরুষ, ২ মহিলা এবং ১জন বাচ্চা ছিল। বাকিদের পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাঁদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।
Haryana: Dr. Ajay from Civil Hospital Narwana says, "On the Chandigarh Highway, near Vidrana village, an accident occurred between a Tata Magic and a truck. Around 1 AM last night, ambulances brought the injured to our hospital. We provided first aid and treatment. Unfortunately,… pic.twitter.com/eFqt4csfyv
— IANS (@ians_india) September 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)