গতবারের মত এবারও কর্ণাটক বিধানসভা নির্বাচনে কোনও মুসলিম ব্যক্তিকে প্রার্থী করেনি বিজেপি। ২০১৮-র মত এবারও কর্ণাটকে ২২৪টি বিধানসভা আসনের মধ্যে একটাতেও বিজেপি-র কোনও মুসলিম প্রার্থী নেই। যা নিয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বললেন, "আমরা কারও ধর্ম দেখে বা বিচার করে প্রার্থী করিনি। আমরা দেখেছি ভাল প্রার্থী। এমন প্রার্থী যিনি মানুষের পছন্দের এবং জিততে পারবেন।"যদিও কর্ণাটকে বিজেপির প্রার্থ তালিকায় লিঙ্গায়েত সহ নানা জাতির মধ্যে ভারসাম্য রাখা হয়েছে। তবে নেই কোনও মুসলিম প্রার্থী।
শাহ বললেন, "ধর্মের ভিত্তিতে সংরক্ষণ অসাংবিধানিক। কংগ্রেস নেতারা বলছেন, মুসলিমদের জন্য সংরক্ষণ করবেন তারা, কিন্তু তাহলে ওরা অন্য কারও সংরক্ষিত সংখ্যা কমিয়ে দেবে।"দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ সত্তারের দল ছেড়ে কংগ্রেসের হয়ে প্রার্থী হওয়াকে গুরুত্ব না দিয়ে শাহ বললেন, ওর কেন্দ্রে বিজেপিই জিতবে। আরো পড়ুন-আড়াই হাজার কোটি খরচ করে মুখ্যমন্ত্রীর আসন কিনেছিল বিজেপি, কর্ণাটকে প্রচারে অভিযোগ রাহুলের
দেখুন টুইট
#KarnatakaElection2023 | On being asked about BJP not giving tickets to any Muslim candidate for the polls for the second consecutive time, Union Home Minister & BJP leader Amit Shah says, "We have given tickets on the merits of winnability, we don't consider the concept of… pic.twitter.com/hNg1h7yQbu
— ANI (@ANI) April 24, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)