'বিজেপি (BJP) অফিসে দারোয়ান হিসেবে অগ্নিবীররা অগ্রাধিকার পাবেন।' এমন মন্তব্যের জেরে বিতর্কে জড়ান বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya )। বিজেপি নেতার ওই মন্তব্যের পর এবার জোরদার কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। কৈলাশ বিজয়বর্গীয়র মন্তব্য ট্যুইট করে বাবুল সুপ্রিয় বলেন, ''এই সেই 'প্রভারী' যিনি বাঙালিদের 'bully' করতে, বোকা বানাতে এসেছিলেন •আনন্দিত হই এটা ভেবে যে এঁদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও তারপর পদ ও পার্টিটাই ছেড়ে দেওয়ার সাহস দেখতে পেরেছি।'' বিজেপি নেতার ওই মন্তব্যের বিরোধিতায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সরব হয়ে জোরদার কটাক্ষ করেন।
মন্তবঃ নিষ্প্রয়োজন !! এই সেই 'প্রভারী' যিনি বাঙালিদের 'bully' করতে, বোকা বানাতে এসেছিলেন •আনন্দিত হই এটা ভেবে যে এঁদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও তারপর পদ ও পার্টিটাই ছেড়ে দেওয়ার সাহস দেখতে পেরেছি - To Hell with the @BJP4India Trolls - কি লেখে ওঁরা পড়িও না @AITCofficial pic.twitter.com/ScdHTNgXwx
— Babul Supriyo (@SuPriyoBabul) June 20, 2022
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)