সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর অনুমিত পেয়ে ২০০০ সালের ফেব্রুয়ারি থেকে অযোধ্যায় রামমন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। আর ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত মোট ৯০০ কোটি টাকা রামমন্দির নির্মাণে খরচ হয়েছে বলে জানালেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সচিব চম্পত রাই। তিনি জানান, এখনও ট্রাস্টের কাছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার কোটি টাকা জমা আছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সেরা শিল্পী, কয়েক হাজার শ্রমিক দিনরাত এক করে রামমন্দির নির্মাণ করছেন বলে তিনি জানান।

২০২৩ সালের ডিসেম্বরের মধ্য়েই অযোধ্যায় রাম নির্মাণ কাজ শেষ হবে। আগামী বছর জানুয়ারির তৃতীয় সপ্তাহে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর হাত দিয়েই অযোধ্যায় রামমন্দিরের লালার প্রাণ প্রতিষ্ঠা হবে।

দেখুন খবরটি

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)