মথুরার (Mathura) নাই বস্তি এলাকায় বাড়ির দেওয়াল ধসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। গত রবিবার দুর্ঘটনাটি ঘটে। ধ্বংসস্তুপে চাপা পড়ে মৃত্যু হয়েছে বছর দুয়েকের এক শিশুকন্যার। গুরতর আহত বাড়ির চার সদস্যের। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী এসে উদ্ধারকাজ করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ। অন্যদিকে স্থানীয় জেলা সরকারি হাসপাতালের চিকিৎসক জানান, বাড়ির বাকি সদস্যদের চোট গুরুতর নেই। তবে এক মহিলার মাথায়, পিঠে ও ঘাড়ে চোট লেগেছে। সে এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। পিঠের হাড় ভেঙেছে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে তাঁর পরিস্থিতি স্থিতীশীল।
Mathura, Uttar Pradesh: A house collapse in Nai Basti led to a serious accident. Half a dozen family members were buried under the debris, resulting in one child's death and injuries to four others. Local residents helped rescue the injured, who were then taken to the district… pic.twitter.com/232XVIWjYx
— IANS (@ians_india) September 2, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)