'বাচপন বাঁচাও আন্দোলন' নামক এনজিও-র সদস্যদের সঙ্গে নিয়ে পাঞ্জাব এবং বিহার পুলিশের যৌথ দল পাঞ্জাবের একটি এলাকা থেকে ৩০ জন চুক্তিবদ্ধ শ্রমিককে উদ্ধার করেছে। ওই ৩০জনের দলে তিনজন নাবালিকা ও সাতজন মহিলাও রয়েছে। উদ্ধার হওয়া ৩০ জন শ্রমিকদের অল্প বেতনের বিনিময়ে কাপুরথালায় অবস্থিত একটি আলু খামারে দীর্ঘ সময় ধরে বন্ডেড শ্রমে বাধ্য করা হয়েছিল। তাদের সঙ্গে ঠিকাদাররা অভব্য আচরণও করেছে বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে নেপালের আটজন এবং বিহারের সীতামারহি জেলার ২২ জন রয়েছে। নাবালকদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে। অভিযুক্ত বিহারের দুই ঠিকাদার যারা ওই নাবালকদের জোর করে কাপুরথালায় এনে বন্দী করে রেখেছিল, তারা ঘটনার পর থেকেই পলাতক। জেলা সীতামারহি থানায় অপহৃত এক নাবালকের বাবা-মা একটি এফআইআর নথিভুক্ত করার পরে বিহার পুলিশ নড়েচড়ে বসে, এরপর পাঞ্জাব পুলিশের সহযোগিতায় এই গোটা উদ্ধার কার্যটি পরিচালনা করা হয়।
30 bonded labourers rescued by joint teams of Punjab and Bihar Police along with the members of an NGO, Bachapan Bachao Andolan.#PunjabPolice | #BiharPolice pic.twitter.com/4SP0ovvHPA
— All India Radio News (@airnewsalerts) December 30, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)