নয়াদিল্লিঃ চায়ের দোকানে আড্ডায় মেতেছিল বন্ধুরা। আড্ডার মাঝে আচমকাই গাড়ির (Car) ধাক্কা। গুরুতর জখম ১২ জন পড়ুয়া। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) পুনের (Pune) সদাশিব পেঠের কাছে। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় (CCTV Camera) ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ধাক্কা মারে একটি 'হ্যুন্ডাই' কোম্পানির 'অউরা' মডেলের গাড়ি। এদিক ওদিক ছিটকে পড়েন চায়ের দোকানে উপস্থিত মানুষজন। তাঁদের মধ্যে ছিলেন এক মহিলাও। হাতে গুরুতর চোট পান তিনি। আহতদের সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, আহতরা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। অন্যদিকে গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর নাম জয়রাম শিবাজি মুলে। বয়স ২৭। মদ্যম অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তিনি এমনটাই পুলিশ সূত্রে খবর।

গাড়ি নিয়ে সোজা চায়ের দোকানে ধাক্কা, আহত ১২ জন পড়ুয়া, গ্রেফতার মদ্যপ চালক

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)