প্রকাশ্যে এল ওয়ার টু-এর ট্রেলার War 2 Trailer)। যেখানে ধামাকাদার চরিত্রে দেখা যাচ্ছে হৃতিক রোশনকে (Hrithik Roshan)। সঙ্গে তাঁকে জোরদার টক্কর দিচ্ছেন জুনিয়র এনটিআর (Jr NTR)। ওয়ার টু নিয়ে মানুষের মধ্যে যে উত্তেজনা ছিল, তা আরও বেড়ে গেল ট্রেলার সামনে আসার পর থেকে। ওয়ার টু-তে হৃতিক রোশনের 'লভ ইনটারেস্ট' হিসেবে দেখা মিলছে কিয়ারা আডবাণীর (Kiara Advani)। সেই হালকা সবুজ রঙের বিকিনিতে কিয়ারার হিরিণী চাল এবং হৃতিকের সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলিয়ে চুম্বনের দৃশ্য যেন দর্শককে আকর্ষণের জাদুতে বেঁধে রেখেছে। তাই ওয়ার টু-এর ট্রেলার সামনে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে ওয়ার টু-এর ট্রেলার মন কেড়ে নেয় দর্শকের।
দেখুন ওয়ার টু-এর ট্রেলার...
ওয়ার টু-এর ট্রেলার সামনে আসার পর সোশ্যাল মিডিয়া ভরে উঠতে শুরু করেছে একাধিক মন্তব্যের জোয়ারে। হৃতিক এবং জুনিয়র এনটিআরকে একসঙ্গে দেখা মানে এই সিনেমা লেজেন্ডারি পর্যায়ে পৌঁছবে বলে কেউ মন্তব্য করেন। আবার কেউ বলেন, ওয়ার টু দারুণ, দুর্ধর্ষ। কেউ বলেন, যশরাজের অন্যতম সেরা প্রজেক্ট এই ওয়ার টু। কেউ বলতে শুরু করেন, হৃতিকের পাওয়ার দেখা যাবে। সবকিছু মিলিয়ে ওয়ার টু-এর ট্রেলার নিয়ে উত্তেজিত দর্শককূল।
'এই চরিত্র এবং মুহূর্ত মানুষকে পাগল করে দেবে'। দেখুন ওয়ার টু-এর ট্রেলার দেখে কী বলছেন মানুষ...
BANGER TRAILER! #War2
This scene is gonna be crazy. pic.twitter.com/0kyWZF43IM
— Vishal (@vishalandcinema) July 25, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)