এবার কি অগ্যস্ত নন্দার  (Agastya Nanda) সঙ্গে বলিউডে পা রাখছেন নাওমিকা সরণ (Naomika Saran)? ভাইরাল একটি ভিডিয়ো দেখে এমনই মন্তব্য করছেন অনেকে। যেখানে রাজেশ খান্নার নাতনির (Rajesh Khanna’s Granddaughter) সঙ্গে দেখা যায় অমিতাভ  বচ্চনের নাতিকে। একটি বাড়ি থেকে একসঙ্গে বেরোতে দেখা যায় রাজেশ খান্নার নাতনি এবং অমিতাভ বচ্চনের নাতিকে। মুম্বইয়ের সান্তাক্রুজের ম্যাডক ফিল্ম অফিস থেকে একসঙ্গে বেরোতে দেখা যায় নাওমিকা এনং অগ্যস্তকে। তখন থেকেই শুরু হয় গুঞ্জন। অগ্যস্ত এবং নাওমিকা কি এবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। নাওমিকা এবং অগ্যস্তকে একসঙ্গে দেখার পর থেকেই জল্পনা শুরু হয়। প্রসঙ্গত পরিচালক জ়োয়া আখতারের ছবি দিয়ে বলিউডে পা রেখে ফেলেন অগ্যস্ত নন্দা। তবে নাওমিকা সরণকে এখনও পর্যন্ত কোথাও দেখা যায়নি। এবার অগ্যস্তর সঙ্গে জুটি বেঁধে নাওমিকা ক্যামেরার সামনে আসেন কি না, সেটাই দেখার। সম্প্রতি রবীনা ট্যান্ডনের কন্যা রাশা থাডানিকে দেখা যায় ডেবিউ করতে। অজয় দেবগণের ছবি আজ়াদ-এ রাশাকে দেখা যায়। যা দর্শকের মন কেড়ে নেয়। এবার কি তাহলে নাওমিকার পালা! দেখা যাক কী হয়।

আরও পড়ুন: Suhana Khan - Agastya Nanda: ডাঙ্কি দেখতে সুহানা, অগ্যস্ত হাজির হলেন একসঙ্গে, দেখুন

দেখুন অগ্যস্ত নন্দা এবং নাওমিকা সরণ বেরোলেন একসঙ্গে...

 

 

View this post on Instagram

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)