Udaipur Files: 'উদয়পুর ফাইলস' সিনেমার প্রযোজক অমিত জানি (Amit Jani)-র নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অনেক বিতর্কের পর সুপ্রিম কোর্টের ছাড়পত্রের পর আগামী ৮ অগাস্ট মুক্তি পেতে চলেছে উদয়পুরের কানহাইয়া লাল দর্জি (Kanhaiyalal Sahu Darji)-র নৃশংস হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে তৈরি এই সিনেমাটি। আর উদয়পুর ফাইলস-এর প্রযোজক অমিত জানিকে ওয়াই ক্যাটাগরি বা স্তরের (Y Category Security) নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ভারতে Y ক্যাটাগরির নিরাপত্তায় মোট ১১ জন নিরাপত্তা কর্মী থাকেন। তার নিরাপত্তা বাড়ানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে ধন্যবাদ জানিয়েছেন প্রযোজক অমিত জানি।
প্রসঙ্গত, 'উদয়পুর ফাইলস' নিয়ে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। জমিয়ত উলামা-ই-হিন্দের সহ বেশ কয়েকটি সংগঠন এই ছবিটি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে নির্মিত এবং ঘৃণামূলক বক্তব্য প্রচার এবং সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিতে পারে বলে দাবি করেছে। সংবাদমাধ্যমে প্রকাশ,'উদয়পুর ফাইলস'সিনেমাটিতে সেন্সর বোর্ড (CBFC-র)-এর নির্দেশে ৫৫টি কাট করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় সরকার আরও কাটের পরামর্শ দিয়েছে, যা ছবির বিষয়বস্তু নিয়ে আরও বিতর্ক তৈরি করেছে।
দেখুন খবরটি
Centre has accorded 'Y' category armed security cover of the Central Reserve Police Force to Amit Jani, producer of Udaipur Files, in Delhi and Uttar Pradesh: Officials
— ANI (@ANI) July 27, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)