এবার তিরুমালায় (Tirumala) গেলেন নাগা চৈতন্য (Naga Chaitanya) এবং শোভিতা ধুলিপালা (Sobhita Dhulipala)। বিয়ের পর এবার প্রথমবার তিরুপতি বালাজি দর্শনে গেলেন  নাগা এবং শোভিতা। লাল এবং সোনালি রঙের পাড়ের শাড়ি পরে বালাজি দর্শনে যান শোভিতা। নাগা চৈতন্যকেও দেখা যায় ঐতিহ্যবাহী পোশাক পরতে। দুজনে খুব শান্তভাবে হেঁটে তিরুমালায় হাজির হন। তাঁদের দেখে ক্যামেরার ফ্ল্যাশ বার বার ঝলসে উঠতে শুরু করে। তবে নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালাকে দেখা যায়, একেবারে সাধারণ মানুষের মত আর পাঁচজন যেভাবে মন্দিরে প্রবেশ করেন, ঠিক সেইভাবে সেখানে যেতে। নাগার প্রথম স্ত্রী সামান্থা রুথ প্রভু বর্তমানে তাঁর জীবনের বিশেষ মানুষ রাজ নিধিমরুর সঙ্গে সময় কাটাচ্ছেন, সেই সময় নাগার্জুনা-পুত্রকেও দেখা যায় তাঁর স্ত্রীর সঙ্গে। নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার সেই ভিডিয়ো সামনে আসতেই তাঁদের ভালবাসা জানান বহু মানুষ।

দেখুন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার সেই ভিডিয়ো...

 

নাগা এবং শোভিতার একের পর এক ভিডিয়ো সামনে আসতে শুরু করেছে...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)