Junior Mehmood Dies: ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ৬৭ বছর বয়সে মারা গেলেন প্রবীণ অভিনেতা জুনিয়র মেহমুদ। পাঁচ দশকেরও বেশি সময় ধরে ২৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। 'কারওয়ান', 'হাথি মেরে সাথী', 'মেরা নাম জোকার'-এর মতো ছবিতে দেখা গিয়েছিল জুনিয়র মেহমুদকে। দু'সপ্তাহ আগেই জানা যায় জুনিয়র মেহমুদ চতুর্থ স্টেজের ক্যানসারের সঙ্গে লড়ছেন এবং গতকাল রাতে মুম্বইয়ে নিজ বাড়িতে তিনি মারা যান। প্রসঙ্গত, গত পরশু মেহমুদের বাড়িতে গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্র এবং শচীন পিলগাঁওকর। জুনিয়র মেহমুদ ছিল নাঈম সৈয়দের মঞ্চের নাম। ১৯৬৮ সালে 'সুহাগ রাত' ছবিতে স্ক্রিন শেয়ার করার পর প্রয়াত কমেডি আইকন মেহমুদ তাঁকে এই নয়া নাম দিয়েছিলেন। জুনিয়র মেহমুদ শিশুশিল্পী হিসেবে 'নৌনিহাল' ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেন। ছবিতে অভিনয় করেন ইন্দ্রাণী মুখোপাধ্যায় ও বলরাজ সাহানি। এছাড়া মারাঠি ছবিতেও অভিনয় করেছেন তিনি।
Junior Mehmood Dies At 67 After Long Battle With Cancer https://t.co/IyZVPHcjSD pic.twitter.com/7jleR0T9f8
— NDTV Movies (@moviesndtv) December 8, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)