কর্ণাটক আদালতের ভার্চুয়াল শুনানিতে অর্ধনগ্ন ব্যক্তির উপস্থিতিকে কেন্দ্র করে শুরু হয়েছে শোরগোল। টুইট বার্তায় বিষয়টি জানিয়েছেন আদালতের বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয়সিং। তিনি বলেন, শুনানির সময় যখন তিনি তর্ক করছিলেন। সেই সময় অর্ধনগ্ন ব্যক্তিকে দেখা যায়। সঙ্গে সঙ্গেই ঘটার প্রতিবাদ করেন। তারপরেও প্রায় ২০ মিনিট ধরে সেই ব্যক্তির ভার্চুয়াল উপস্থিতি তাঁকে সহ্য করতে হয়েছে। আদালতের কাজ চলাকালীন এমন একটি পরিস্থিতি নিঃসন্দেহে বিরক্তিকর। এই ঘটনাকে তিনি যৌন হেনস্তা ও আদালত অবমাননা হিসেবে দেখছেন। এনিয়ে গুরুতর অভিযোগও দায়ের করেছেন ইন্দিরা জয়সিং ( Indira Jaising)।
দেখুন টুইট
I confirm that a semi naked man was visible on the screen for a full 20 minutes despite my objection . I am making an official complaint for contempt of court snd sexual harassment. It’s extremely disturbing in the middle of an argument in court https://t.co/q9DAgoHze7
— Indira Jaising (@IJaising) November 30, 2021
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)