World No Tobacco Day 2024: বিশ্ব তামাকমুক্ত দিবস কবে? কেন পালিত হয় বিশ্ব তামাকমুক্ত দিবস? জেনে নিন এই দিনের ইতিহাস...

তামাক সেবন করা স্বাস্থ্যের জন্য হতে পারে মারাত্মক। মানসিক স্বাস্থ্যের পাশাপাশি শারীরিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে ধূমপান। এই ধূমপান এবং তামাকের নেতিবাচক প্রভাবগুলি জানা সত্ত্বেও বিশ্বজুড়ে বিপুল সংখ্যক মানুষ তামাক সেবন করে। বাজারে পাওয়া বিড়ি, সিগারেট ও গুটখা সেবন বাড়িয়ে তোলে অনেক রোগের ঝুঁকি। ধূমপান করার ফলে দুর্বল হয়ে যায় ধমনী। তামাক সেবনের ফলে করোনারি হৃদরোগ এবং স্ট্রোক হতে পারে। গবেষণায় জানা গিয়েছে, গত কয়েক বছরে বিশ্বব্যাপী হার্ট অ্যাটাক বৃদ্ধির একটি কারণ হল ধূমপান। এছাড়া তামাক সেবন করার কারণে হতে পারে ক্যান্সার বা ফুসফুসের রোগ।

তামাক সেবনের ফলে হওয়া ক্ষতি সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য প্রতিবছর সারা বিশ্বে পালিত হয় বিশ্ব তামাকমুক্ত দিবস। ১৯৮৭ সালের সময়কালে তামাক সেবনের কারণে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল মৃত্যুর সংখ্যা। এরপরেই তামাকমুক্ত দিবস পালনের সিদ্ধান্ত নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরের বছর ১৯৮৮ সালের এপ্রিল মাসে প্রথমবার পালন করা হয় বিশ্ব তামাকমুক্ত দিবস। তবে এরপর থেকে প্রতিবছর মে মাসে পালন করা হয় বিশ্ব তামাকমুক্ত দিবস।

১৯৮৮ সালে, মে মাসের শেষ দিনে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করার জন্য পাস করা হয় একটি প্রস্তাব। এরপর থেকে প্রতি বছর ৩১ মে পালন করা হয় বিশ্ব তামাকমুক্ত দিবস। তামাক সেবন বন্ধ করার জন্য এবং এর ফলে হওয়া মারাত্মক সমস্যা সম্পর্কে সচেতন করতে পালিত হয় বিশ্ব তামাকমুক্ত দিবস। প্রতি বছর একটি বিশেষ থিমের মাধ্যমে পালন করা হয় এই দিনটি। ২০২৪ সালের বিশ্ব তামাকমুক্ত দিবসের থিম হল Protecting Children From Tobacco Industry Interference অর্থাৎ তামাক শিল্পের হস্তক্ষেপ থেকে শিশুদের রক্ষা করা।