National Doctor's Day 2024: জাতীয় চিকিৎসক দিবস কবে? জেনে নিন জাতীয় চিকিৎসক দিবসের ইতিহাস ও গুরুত্ব...

ভারতে প্রতি বছর ১ জুলাই পালন করা হয় জাতীয় চিকিৎসক দিবস। ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী এই দিনেই। ডাঃ বিধান চন্দ্র রায়ের স্মরণে পালন করা হয় জাতীয় চিকিৎসক দিবস। ডাঃ বিধান চন্দ্র রায় দেশের একজন বিখ্যাত চিকিৎসক, চিকিৎসার জগতে অসামান্য অবদান রেখেছেন তিনি। চিকিৎসার পাশাপাশি রাজনীতিতেও ছিলেন তিনি। ১৯৫০ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও ছিলেন ডাঃ বিধান চন্দ্র রায়।

ভারতে ১৯৯১ সালের ১ জুলাই শুরু হয় জাতীয় চিকিৎসক দিবস। দেশের বিখ্যাত ডাক্তার ডাঃ বিধান রায় জন্মগ্রহণ করেন ১ জুলাই এবং তার মৃত্যুও হয়েছিল ১ জুলাই। চিকিৎসার ক্ষেত্রে অনেক অবদান রয়েছে ডাঃ বিধানের। ১৯৬১ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান 'ভারত রত্ন' লাভ করেন তিনি। জাতীয় চিকিৎসক দিবসের মূল উদ্দেশ্য হল চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা, যারা নিজের জীবনের পরোয়া না করে দিনরাত রোগীদের সেবায় নিয়োজিত থাকেন। এই দিনটি মনে করিয়ে দেয় চিকিৎসকরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং তাদের সম্পূর্ণ সম্মান করা উচিত আমাদের।

সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য পালন করা হয় জাতীয় চিকিৎসক দিবস। বিভিন্ন স্বাস্থ্য সংস্থা, হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও কর্মসূচি ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিন। চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখা চিকিৎসকদের সম্মান জানানোর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এই দিন। চিকিৎসকদের শুভেচ্ছা জানানোর একটি সুন্দর দিন জাতীয় ডাক্তার দিবস।