Makar Sankranti: মকর সংক্রান্তি ঘিরে জড়িয়ে রয়েছে এই সব পৌরাণিক কাহিনী

কুয়াশা মাখা ভোর, শীতের সকাল এই বাংলায় এখনও পৌষ সংক্রান্তির (Poush Sankranti) উৎসব জাগে। শিশিরকণায় সময় ডালে গজিয়ে ওঠে কচি পাতা। দূর গায়ে ভোর থাকতে থাকতে ঘরের বউ-ঝিয়েরা ব্যস্ত হয়ে লেগে পড়েন উনুনে জ্বাল দিতে। বছরের স্বাদ পিঠে পুলি (Pithe Puli) বানানোর দেরি হয়ে যাবে যে। গ্রাম ছাড়িয়ে রাঙা মাটির পথ যখন কংক্রিটের রাস্তায় এসে মিশে ইমারতময় শহরে পৌঁছে দেয়, তখনও এদিন বদলায় না উৎসবের ছবিখানা। সাজ সরঞ্জামে তারতম্যে ঘটলেও পৌষ পার্বণ বেশ শ্বাস নিয়ে চলেছে নগর জীবনে সেকাল থেকে একাল। ধর্ম-বিভেদ এক করে নগর প্রান্তে বসছে বাহারি পিঠের মেলা, সবুজ গ্রাম থেকে রঙিন ঘুড়ি উড়ে এসে শহরের আকাশে গেয়ে যাচ্ছে টুসুর গান।

মকর সংক্রান্তি (Photo Credits: Puja Mandal)

কুয়াশা মাখা ভোর, শীতের সকাল এই বাংলায় এখনও পৌষ সংক্রান্তির (Poush Sankranti) উৎসব জাগে। শিশিরকণায় সময় ডালে গজিয়ে ওঠে কচি পাতা। দূর গায়ে ভোর থাকতে থাকতে ঘরের বউ-ঝিয়েরা ব্যস্ত হয়ে লেগে পড়েন উনুনে জ্বাল দিতে। বছরের স্বাদ পিঠে পুলি (Pithe Puli) বানানোর দেরি হয়ে যাবে যে। গ্রাম ছাড়িয়ে রাঙা মাটির পথ যখন কংক্রিটের রাস্তায় এসে মিশে ইমারতময় শহরে পৌঁছে দেয়, তখনও এদিন বদলায় না উৎসবের ছবিখানা। সাজ সরঞ্জামে তারতম্যে ঘটলেও পৌষ পার্বণ বেশ শ্বাস নিয়ে চলেছে নগর জীবনে সেকাল থেকে একাল। ধর্ম-বিভেদ এক করে নগর প্রান্তে বসছে বাহারি পিঠের মেলা, সবুজ গ্রাম থেকে রঙিন ঘুড়ি উড়ে এসে শহরের আকাশে গেয়ে যাচ্ছে টুসুর গান।

আজ শেষ পৌষ বেলায় পৌষ সংক্রান্তি তথা মকর সংক্রান্তি হাজির গুটি গুটি পায়ে। বাড়ির ব্যস্ত ছাদ থেকে দোকানে দোকানে সেজে উঠা তিল, কদমা, প্যাকেটের চালের গুঁড়োর প্যাকেট, ঝোলা গুড়ের হাঁড়ি আর ধোঁয়া ওঠা নরম পুলিপিঠে জানান দিচ্ছে সে কথাই। মকর সংক্রান্তির (Makar Sankranti) দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে উঠোনে বা ঘরে আলপনা দিয়ে সূর্যদেবের পুজো করার নিয়ম। এদিন কেউ বাড়িতে এলে তাঁকে মিষ্টি মুখ করানোর রীতিও মানা হয়। কিন্তু কেন এই উৎসব যুগের পর যুগ ধরে ধারা মেনে চলে আসছে, তার সুস্পষ্টভাবে কোনও তথ্য পাওয়া যায় না। তবে মকর সংক্রান্তি ঘিরে জড়িয়ে রয়েছে নানান পৌরাণিক কাহিনী (Myth)। কী সেগুলি জানেন? আরও পড়ুন: History Of Ganga Sagar Mela: মকর সংক্রান্তিতে কপিল মুনির আশ্রমে কেন বসে এত বড় মেলা?