IPL Auction 2025 Live

Maha Shivratri Puja Rules: জেনে নিন চার প্রহরে কীভাবে শিবপুজো করবেন

বাংলা পঞ্জিকা মতে ২১ ফেব্রুয়ারি ৮ ফাল্গুন, বিকেল ৫.৪১ মিনিটে তিথি লাগছে মহাশিবরাত্রির এবং ২২ ফেব্রুয়ারি ৯ ফাল্গুন ৬.৩৯ মিনিটে ছেড়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে উপবাস রেখে শিবের মাথায় জল ঢালতে হবে। শিবপূরাণে বলা রয়েছে, চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হলেও প্রস্তুতি শুরু করতে হবে ত্রয়োদশীর দিন থেকেই। সেই অনুসারে ত্রয়োদশীর দিন এক বেলা নিরামিষ ভোজন করতে হয়। এরপর চতুর্দশীর দিন সকাল থেকে চার প্রহরে করতে হয় শিবরাত্রির পুজো৷

মহাশিবরাত্রি (Picture Credits: File Photo)

বাংলা পঞ্জিকা মতে ২১ ফেব্রুয়ারি ৮ ফাল্গুন, বিকেল ৫.৪১ মিনিটে তিথি লাগছে মহাশিবরাত্রির এবং ২২ ফেব্রুয়ারি ৯ ফাল্গুন ৬.৩৯ মিনিটে ছেড়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে উপবাস রেখে শিবের মাথায় জল ঢালতে হবে। শিবপূরাণে বলা রয়েছে, চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হলেও প্রস্তুতি শুরু করতে হবে ত্রয়োদশীর দিন থেকেই। সেই অনুসারে ত্রয়োদশীর দিন এক বেলা নিরামিষ ভোজন করতে হয়। এরপর চতুর্দশীর দিন সকাল থেকে চার প্রহরে করতে হয় শিবরাত্রির পুজো৷

প্রতি প্রহরের পুজোর আচার ও বিধি-

বেলপাতা, চন্দন, আকন্দ ফুলের মালা, নীলকণ্ঠ ফুল এগুলি নিবেদন করতে হবে। শিবের ১০৮ টি নাম জপ করা, শিবস্তোত্র পাঠ, শিবের মন্ত্র পথ করতে হবে। প্রতিটি প্রহর জাগতে হবে।