Durga Puja 2020 Maha Ashtami Wishes In Bengali: বাড়ি বসে দুর্গাপুজো কাটান আর আপনার পরিজন-বন্ধুদের পাঠিয়ে দিন এই বাংলা Facebook Greetings, WhatsApp Status, GIFs, HD Wallpapers এবং SMS শুভেচ্ছাপত্রগুলি
দুর্গাপুজোর এই ৪টে দিন-সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর মধ্যে অষ্টমীর এক আলাদা ঐতিহ্য (Tradition) বহন করে। দুর্গাপুজোর এই দিনটার জন্য আলাদা করে লাল পাড়-সাদা শাড়ি জমিয়ে রাখেন বাড়ির মহিলারা (women)। বাড়ির ছোট্ট দুর্গাদেরও এই দিনটা শাড়ি (Sharee) পরা চাই-ই চাই। আর অষ্টমীকে আলাদা করে চেনা যায় সন্ধি পুজোর (Sandhi Puja) জৌলুসে।
Maha Ashtami Wishes In Bengali: দুর্গাপুজোর (Durga Puja) এই ৪টে দিন-সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর মধ্যে অষ্টমীর এক আলাদা ঐতিহ্য (Tradition) বহন করে। দুর্গাপুজোর এই দিনটার জন্য আলাদা করে লাল পাড়-সাদা শাড়ি জমিয়ে রাখেন বাড়ির মহিলারা (women)। বাড়ির ছোট্ট দুর্গাদেরও এই দিনটা শাড়ি পরা চাই-ই চাই। আর অষ্টমীকে আলাদা করে চেনা যায় সন্ধি পুজোর জৌলুসে।
দুর্গাপুজোর অষ্টমীর শুভ দিনে 'লেটেস্টলি' (LatestLY) আপনাদের জন্য সাজিয়ে এনেছে শুভেচ্ছা-পত্র (Wish Card)। আপনার কাছের মানুষদের পাঠিয়ে দিন এই সমস্ত শুভেচ্ছা বার্তাগুলি। আর ভাগ করে নিন মনের কোণে সাজিয়ে রাখা অনুভূতি (Emotion)।
আসলে দুর্গাপুজোর সময় কিন্তু বসন্তকাল (Spring)। সেটাকে বলা হয় বাসন্তী পুজো (Basanti Puja)। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র (Lord Rama) অকালে দেবীকে (Durga) আরাধনা করেছিলেন সীতা (Sita) উদ্ধারের জন্য। যা অকালবোধন নামে পরিচিত। এই পরিসরটাই বাঙালির ক্যালেন্ডারে বছরের সেরা উৎসব - দুর্গাপুজো। শ্রীরামচন্দ্র অসময়ে দেবীকে পুজো করেছিলেন বলে শরতের (Autumn) এই পুজোকে বলা হয় অকালবোধন।