Mahalaya 2019: এবার লাইভ মহালয়া দেখুন আমাদের ওয়েবসাইটে; কীভাবে দেখবেন এবং শুনবেন AIR সম্প্রচারিত মহিষাসুরমর্দিনী? রইল তরিকা
জানালা দিয়ে ভেসে আসছে আগমনীর সুগন্ধ, ফুরফুরে মনে হিমের পরশ আর হেডফোনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র (Virendra Krishna Bhadra)। রাত পোহালেই মহালয়া (Mahalaya)। রাতে আর ঘুম আসল না বলে। মন বলছে কখন যে রাতটা কাটবে! ভোর হতে না হতেই ধুলো ঝাড়া রেডিওর (Radio) নবটা ছুঁতে পারবে আঙুল! উফ, মনটা শুধুই প্রহর গুনছে। ভরে উঠছে ফেসবুকের নিউজফিড (Facebook Newsfeed), হোয়্যাটসঅ্যাপে (WatsApp) ঘনঘন আগাম শুভেচ্ছা বার্তা (Wish)। আপনিও সেই হিড়িকের বাইরে নন। দেদার পাঠিয়ে চলেছেন ‘শুভ মহালয়া’ (Subha Mahalaya)। এমন সময় আপনাদের যদি বলি কাল ভোরে আপনাদের জন্য নিয়ে আসব লাইভ মহালয়া (Mahalaya Live)? কি চমকে উঠেছেন তো? ভাবছেন এও সম্ভব! তবে আপনাদের দিয়ে দিই কয়েকটা টিপস (Tips) যা অনুসরণ করলে আপনি 'লেটেস্টলি' (LatestLY) বাংলার ওয়েবসাইটেই (Website) শুনতে পারবেন মহালয়া। পারবেন দেখতেও।
জানালা দিয়ে ভেসে আসছে আগমনীর সুগন্ধ, ফুরফুরে মনে হিমের পরশ আর হেডফোনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র (Virendra Krishna Bhadra)। রাত পোহালেই মহালয়া (Mahalaya)। রাতে আর ঘুম আসল না বলে। মন বলছে কখন যে রাতটা কাটবে! ভোর হতে না হতেই ধুলো ঝাড়া রেডিওর (Radio) নবটা ছুঁতে পারবে আঙুল! উফ, মনটা শুধুই প্রহর গুনছে। ভরে উঠছে ফেসবুকের নিউজফিড (Facebook Newsfeed), হোয়্যাটসঅ্যাপে (WatsApp) ঘনঘন আগাম শুভেচ্ছা বার্তা (Wish)। আপনিও সেই হিড়িকের বাইরে নন। দেদার পাঠিয়ে চলেছেন ‘শুভ মহালয়া’ (Subho Mahalaya)। এমন সময় আপনাদের যদি বলি কাল ভোরে আপনাদের জন্য নিয়ে আসব লাইভ মহালয়া (Mahalaya Live)? কি চমকে উঠেছেন তো? ভাবছেন এও সম্ভব! তবে আপনাদের দিয়ে দিই কয়েকটা টিপস (Tips) যা অনুসরণ করলে আপনি 'লেটেস্টলি' (LatestLY) বাংলার ওয়েবসাইটেই (Website) শুনতে পারবেন মহালয়া। পারবেন দেখতেও।
প্রথমে আপনাদের জানাই কীভাবে আমাদের ওয়েবসাইট থেকেই সরাসরি আপনি শুনতে পাবেন AIR সম্প্রচারিত মহিষাসুরমর্দিনী (Mahisasuramardini)-
ক্লিক করুন All India Radio- এই ইন্টারলিঙ্কটিতে। তারপর নির্বাচন করুন AIR Bangla অপশন। এখানেই আপনি শুনতে পাবেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে পাঠ করা AIR সম্প্রচারিত মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটি ঠিক ভোর ৪ টেয়। এছাড়া আপনি এটি ইউটিউবেও (Youtube) শুনতে পারেন। সেখানেও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে পাঠ করা AIR সম্প্রচারিত মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটি আপলোড করা রয়েছে। আপনাদের জন্য রইল সেই ইউটিউব ভিডিওর লিঙ্কটিও। আরও পড়ুন- Mahalaya 2019 Wishes: রাত পোহালেই মহালয়া; আপনার কাছের মানুষদের পাঠিয়ে দিন এইসব শুভেচ্ছা বার্তাগুলি
এছাড়াও আপনি মহালয়ার অনুষ্ঠান দেখতে পারেন জি বাংলায় (Zee Bangla)। এবার তাদের মহালয়ার পরিবেশন- ১২ মাসে ১২ রূপে দেবীবরণ। মহালয়ার অনুষ্ঠানে প্রত্যেক বছরই দর্শকের জন্য নতুন কিছু পরিকল্পনা করে থাকে জি বাংলা। এই বছর তাদের থিম- বারো মাসে বারো রূপে দেবীবরণ। আদিশক্তির বহু রূপের কথা বর্ণনা করা হয়েছে একাধিক পুরাণে। তারমধ্যে বাংলায় পূজিত বারোটি রূপ নিয়েই তৈরি হয়েছে এ বছর জি বাংলার মহালয়ার বিশেষ অনুষ্ঠানটি। মহিষাসুরমর্দিনী রূপে এবছর দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলীকে (Subhashree Ganguly)। সঙ্গে মহাদেব (Lord Shiva) রূপে থাকছেন 'নেতাজি' অভিনেতা অভিষেক বসু (Netaji Actor Avisekh Basu)। দেবীর বাকি রূপে দেখা যাবে জি বাংলা-র বিভিন্ন ধারাবাহিকের নায়িকা-অভিনেত্রীদের। যেমন দুর্গা রূপে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। কাত্যায়নী রূপে থাকছেন সৌদামিনীর সংসার-এর সৌদামিনী অর্থাৎ সুস্মিলি আচার্য (Susmili Acharya)। আগামীকাল ২৮ সেপ্টেম্বর ভোর পাঁচটায় জি বাংলায় দর্শক দেখতে পাবেন ১২ মাসে ১২ রূপে দেবীবরণ।
রইল ট্রেলর-
এছাড়া বাংলার আরও একটি জনপ্রিয় বিনোদন চ্যানেল (Entertainment Channel) স্টার জলসায় (Star Jalsa) দেখা যাবে মহালয়ার অনুষ্ঠান। এবার তাদের থিম- মহিষাসুরমর্দিনী। এই প্রথম স্টার জলসায় দুর্গার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী মধুমিতা সরকারকে (Madhumita Sarkar)। ‘স্টার জলসা মহালয়া’-র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleswar Mukherjee)। ভগবান শিবের ভূমিকায় দেখা যাবে টেলি অভিনেতা জিতু কমলকে (Jitu Kamal)। মহালয়ার ভোরে ৫ টায় শুরু হয়ে যাবে মহিষাসুরমর্দিনী। রইল ট্রেলর-
উল্লেখ্য, হিন্দু বিশ্বাস মতে, এই সময় প্রেতলোক থেকে পিতৃপুরুষের আত্মারা ফিরে আসেন মর্ত্যলোকে। প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করার দিনটিই হল মহালয়া। তিল-জল দিয়ে তর্পণ করে তাঁদের পরিতৃপ্ত করা হয়।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)