Union Budget of India 2024: প্রথমে বাজেট পেশের সময় তারপর তারিখ, একের পর এক পরিবর্তন, জেনে নিন সমস্ত তথ্য

আর কয়েক দিনের অপেক্ষা, তারপরই পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট (Union Budget 2024)। সামনেই লোকসভা নির্বাচন, তার মধ্যেই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তবে সামনে লোকসভা নির্বাচন থাকায় পূর্ণাঙ্গ বাজেটের পরিবর্তে পেশ করা হবে অন্তর্বর্তী বাজেট। জানা গেছে, অন্তর্বর্তী বাজেটে খুব বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। চলুন এবার জেনে নেওয়া যাক স্বাধীন ভারতের প্রথম বাজেটের ইতিহাস...

স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করা হয় ১৯৪৭ সালের ২৬ নভেম্বর। তৎকালীন অর্থমন্ত্রী আর.কে. শনমুখম চেট্টি (R. K. Shanmukham Chetty) প্রথম বাজেটের প্রস্তাব পাঠ করেন। ১৯৯৯ সাল পর্যন্ত ঔপনিবেশিক ভারতের নিয়ম অনুযায়ী ফেব্রুয়ারী মাসের শেষ কাজের দিন বিকাল ৫ টায় ঘোষণা করা হত কেন্দ্রীয় বাজেট। বাজেট পেশের পরিবর্তন ঘটে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) আমলে ৷ ভারতের তৎকালীন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা (Yashwant Sinha), প্রথম অর্থমন্ত্রী যিনি পুরনো নিয়ম ভেঙে দুপুর ১১টায় কেন্দ্রীয় বাজেট ঘোষণা করার রীতি শুরু করেন।

সময় পরিবর্তন হলেও বাজেট ঘোষণার তারিখ একই ছিল। ২০১৬ সাল পর্যন্ত ফেব্রুয়ারী মাসের শেষ কাজের দিনটিতেই ঘোষণা করা হত বাজেট৷ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নরেন্দ্র মোদীর (Narendra Modi) এনডিএ সরকার বাজেট ঘোষণার তারিখ পরিবর্তন করে ১ ফেব্রুয়ারি করে দেয়৷ ২০১৭ সালে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি (Arun Jaitley) প্রথম নতুন তারিখ ১ ফেব্রুয়ারিতে বাজেট পেশ করেন ৷ পাশাপাশি ২০১৭ সাল থেকে সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেটকে যুক্ত করে সাধারণ বাজেট পেশ করা হয়৷