UGC NET Exam: অস্বচ্ছতার অভিযোগে বাতিল নেট পরীক্ষা, তদন্তে নামবে সিবিআই
প্রতিবারই বছরে দু'বার জুন এবং ডিসেম্বরে এই পরীক্ষা হয়ে থাকে। এ বারও নিয়ম মেনে ১৮ জুন নেট পরীক্ষা হয়। যদিও প্রথমে ১৬ জুন পরীক্ষার দিন স্থির মে মাসে বিজ্ঞপ্তি জারি করে বলা হয় পরীক্ষা হবে ১৮ জুন। কথা মতোই গত ১৮ জুন দেশজুড়ে এই পরীক্ষা হয়।
নয়াদিল্লিঃ নিট নিয়ে চরম বিতর্কের মাঝেই ইউজিসি নেট (UGC NET 2024) বাতিল করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। অস্বচ্ছতার কারণ দেখিয়ে বাতিল করা হয় এই পরীক্ষা। গোটা বিষয়টির তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের (CBI) হাতে। আবার নতুন করে পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। কিন্তু কবে হবে সে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। প্রতিবারই বছরে দু'বার জুন এবং ডিসেম্বরে এই পরীক্ষা হয়ে থাকে। এ বারও নিয়ম মেনে ১৮ জুন নেট পরীক্ষা হয়। যদিও প্রথমে ১৬ জুন পরীক্ষার দিন স্থির হলেও পরে মে মাসে বিজ্ঞপ্তি জারি করে বলা হয় পরীক্ষা হবে ১৮ জুন। কথা মতোই গত ১৮ জুন দেশজুড়ে এই পরীক্ষা হয়। পরীক্ষা দিয়েছিলেন ৯ লক্ষ পরীক্ষার্থী। এরপরই জাতীয় সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট থেকে নেট পরীক্ষায় প্রশ্ন ফাঁস সংক্রান্ত অনিয়ম প্রশাসনের নজরে আসে। বার্তা যায় নিয়ামক সংস্থার কাছে। সেই বার্তার ভিত্তিতে এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ইউজিসি-নেট সংক্রান্ত গরমিলের অভিযোগের তদন্ত করবে সিবিআই এও জানানো হয়। কেন্দ্রীয় মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, "মঙ্গলবার ১৮ জুন ওএমআর সিটের মাধ্যমে এই পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু ইউজিসি বুধবার ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোরর্ডিনেশন সেন্টারের ন্যাশেনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিটের তরফে জানতে পেরেছে এই পরীক্ষায় কিছু অনিয়ম হয়েছে। পরীক্ষায় গড়মিলের আশঙ্কা করেই তা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআইকে।