Indian Railway: ভাড়া বাড়তে চলেছে টিকিটের, কেন্দ্রের সবুজ সঙ্কেতের অপেক্ষায় ভারতীয় রেল
ডিসেম্বর-জানুয়ারি মানের ঘুরতে যাওয়ার মরশুম। ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে অজানা জায়গায় পাড়ি দেওয়ার মজা নিতে চায় সকলেই। মধ্যবিত্ত মানুষের কাছে ট্রেন সফরই পছন্দের। তবে এবার সেই সুখের চাবিকাঠিতেও কাঁটছাঁট হতে চলেছে। ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি আর্থিক বছর শেষ হওয়ার আগেই বাড়তে চলেছে রেলের ভাড়া। কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পেলেই টিকিটের নতুন ভাড়ায় সিলমোহর পড়তে চলেছে।
নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর: ডিসেম্বর-জানুয়ারি মানেই ঘুরতে যাওয়ার মরশুম। ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে অজানা জায়গায় পাড়ি দেওয়ার মজা নিতে চায় সকলেই। মধ্যবিত্ত মানুষের কাছে ট্রেন সফরই পছন্দের। তবে এবার সেই সুখের চাবিকাঠিতেও কাঁটছাঁট হতে চলেছে। ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি আর্থিক বছর শেষ হওয়ার আগেই বাড়তে চলেছে রেলের ভাড়া। কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পেলেই টিকিটের নতুন ভাড়ায় সিলমোহর পড়তে চলেছে।
রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, দেশজুড়ে অর্থনৈতিক মন্দাবস্থা চলছে। যার প্রভাব এসে পড়েছে ভারতীয় রেলব্যবস্থাতেও। রাজস্ব হারের মধ্য দিয়ে ট্রেনের যাবতীয় পরিচালন ব্যবস্থা একরকম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই যাত্রীদের সুবিধার্থেই ভাড়া বাড়াতে চলেছে ভারতীয় রেল। যেকোনও শ্রেণীর টিকিটের ক্ষেত্রেই বাড়তে চলেছে টিকিট ভাড়া। যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি পণ্যবাহী ট্রেনের ভাড়া বাড়বে কিনা সেই বিষয়টি এখনও খোলসা করে কিছু জানায়নি ভারতীয় রেল।আরও পড়ুন: বকেয়া ২৬৮ কোটি, শোধ না করলে সরকারি সংস্থাকে ধারে টিকিট দেবে না এয়ার ইন্ডিয়া
ভারতীয় রেলের এক কর্মকর্তার কথায়, 'রেলের ভাড়া সামঞ্জস্যপূর্ণ করার কথা বলা হয়েছে। তবে, শুধু ভাড়া বৃদ্ধি হবে তা নয়। ভাড়া কমতেও পারে।'