Supreme Court: সুপ্রিম কোর্টে ঝুলে ৮৩ হাজার মামলা, বিচারপতি বাড়লেও আটকে থাকা কেসের পাহাড় সর্বোচ্চ আদালতে

দেশের সর্বোচ্চ আদালতেও চলছে 'তারিখ পে তারিখ'-এর হতাশার দিন গোনা। হিসেব বলছে, সুপ্রিম কোর্টে এখন ৮৩ হাজারের কাছাকাছি মামলা ঝুলে রয়েছে।

Supreme Court (Photo Credit: Wikimedia Commons)

নতুন দিল্লি, ৩০ অগাস্ট: দেশের সর্বোচ্চ আদালতেও চলছে 'তারিখ পে তারিখ'-এর হতাশার দিন গোনা। হিসেব বলছে, সুপ্রিম কোর্টে ( Supreme Court) এখন ৮৩ হাজারের কাছাকাছি মামলা ঝুলে রয়েছে। এর আগে সুপ্রিম কোর্টে কখনও এত মামলা আটকে থাকেনি। পরিসংখ্যান বলছে, গত ১০ বছরে সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলা আট গুণ বেড়েছে। মামলার ফয়সালা হয়ে কমেছে সেখানে দ্বিগুণ।

২০০৯ সালে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা ২৬ থেকে বাড়িয়ে ৩১ করা হয়েছিল। তবু সেই সময় দেশের শীর্ষ আদালতে মামলা ৫০ হাজার থেকে ৬৬ হাজারে পৌঁছায়। সেখানে ২০২১-২২ থেকে কোভিডের চূড়ান্ত সময়ে সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলার সংখ্যা দাঁড়ায় ৭৯ হাজার। এরপর গত দু'বছরে ঝুলে থাকা মামলার সংখ্যাটা বেড়ে হয় ৮৩ হাজারে। সেখানে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বেড়ে ৩৪ হয়েছে। দেশের হাই কোর্টগুলিতে ঝুলে থাকা মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লক্ষ। যা ২০১৪ সালে ছিল ৪১ লক্ষ। আরও পড়ুন-অক্টোবরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাকিস্তানের

দেখুন খবরটি

গত বছর দেশের বিভিন্ন হাই কোর্টগুলিতে ঝুলে থাকা মামলার সংখ্যা ছিল ৬১ লক্ষ। মানে হাই কোর্টে গত এক বছরে ঝুলে থাকা মামলা প্রায় দু লক্ষ কমেছে। ট্রায়াল কোর্টগুলিতে ঝুলে থাকা মামলার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৪ কোটি।



@endif