Republic Day 2020: বাদ গিয়েছে বাংলার ট্যাবলো, প্রজাতন্ত্র দিবসে গুজরাতের ট্যাবলোর মাথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই পঙ্কজ মোদি
বাদ গিয়েছে বাংলার ট্যাবলো (Tablo Of Bengal)। যা নিয়ে বিতর্কের অন্ত নেই বিভিন্ন রাজনৈতিক মহলে। এবার খবর মিলল প্রজাতন্ত্র দিবসের (Republic Day) দিন দিল্লির (Delhi) প্যারডে গুজরাতের (Gujrat) হয়ে ট্যাবলোর মাথা হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ভাই পঙ্কজ মোদি (Pankaj Modi)। আর এই বিষয়টি সামনে আসতেই পুরনো আগুনে যেন ঘি পড়েছে।
গান্ধিনগর, ২৩ জানুয়ারি: বাদ গিয়েছে বাংলার ট্যাবলো (Tablo Of Bengal)। যা নিয়ে বিতর্কের অন্ত নেই বিভিন্ন রাজনৈতিক মহলে। এবার খবর মিলল প্রজাতন্ত্র দিবসের (Republic Day) দিন দিল্লির (Delhi) প্যারডে গুজরাতের (Gujrat) হয়ে ট্যাবলোর মাথা হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ভাই পঙ্কজ মোদি (Pankaj Modi)। আর এই বিষয়টি সামনে আসতেই পুরনো আগুনে যেন ঘি পড়েছে।
দাদা প্রধানমন্ত্রী (Prime Minister)। ভাই যুক্ত প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে গুজরাতের ট্যাবলো টিমে (Tablo Team Of Gujrat)। প্রধানমন্ত্রীর ছোট ভাই পঙ্কজ এখন দিল্লিতে। ৬ জানুয়ারি প্যারেডের জন্য বিভিন্ন ট্যাবলো তৈরি করা হচ্ছে দিল্লি ক্যান্টনমেন্টে। তিনি গুজরাতের প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো টিমের সদস্য। আজ বুধবার এই প্রসঙ্গে পঙ্কজ দিল্লি ক্যান্টনমেন্টে মিডিয়ার সঙ্গে কথাও বলেন। ইন্ডিয়া টিভির খবর অনুযায়ী, পঙ্কজ বলেছেন, গুজরাতের এবারের ট্যাবলো রাজ্যের স্থাপত্য (Sculpture) এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে তুলে ধরবে। মূল ভাবনা পাটনের রানি কী ভাব। ট্যাবলোর সামনে থাকবে পাটোলা শাড়িতে গ্রামের এক মহিলা। দিল্লির রাজপথে নিজেদের সংস্কৃতির প্রতিনিধিত্ব করতে পারায় আনন্দিত এবং উচ্ছ্বসিত বলে জানিয়েছেন তিনি। আরও পড়ুন: Sudarsan Pattnaik: পুরীর সৈকতে ফুটে উঠল দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্রের প্রতিমূর্তি, শ্রদ্ধা জানালেন বালু শিল্পি সুদর্শন পট্টনায়েক
এই বিষয়ে অবশ্য প্রধানমন্ত্রীকে কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। পাটন জেলায় (Paton District) রানি কি ভাব তৈরি করেছিলেন রানি উদয়ামতি। নিজের স্বামী রাজা ভীমদেব-১-এর স্মৃতিতে ওই স্থাপত্য তৈরি করা হয়েছিল। ১১ শতকে তা তৈরি করা হয়েছিল বলে জানা যায়। যা ২০১৪ সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ (UNESCO World Heritage) তালিকায় যুক্ত হয়।