BJP 42nd Foundation Day: বিজেপির ৪২-তম প্রতিষ্ঠা দিবসে বাসভবনে দলীয় পতাকা উত্তোলন করলেন হরদীপ সিং পুরী (দেখুন ছবি)

ভারতীয় জনতা পার্টির ৪২-তম প্রতিষ্ঠা দিবসে (BJP 42nd Foundation Day) নিজের বাসভবনে দলীয় পতাকা উত্তোলন করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী।

Union Minister Hardeep Singh Puri unfurls the BJP's flag at his residence (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ৬ এপ্রিল:  ভারতীয় জনতা পার্টির ৪২-তম প্রতিষ্ঠা দিবসে (BJP 42nd Foundation Day) নিজের বাসভবনে দলীয় পতাকা উত্তোলন করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী।

পড়ুন টুইট

এরপর  তিনি সাংবাদিকদের বলেন "গত ৮ বছরে শাসনের এক নতুন সংজ্ঞা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। সুশাসন ও ভাল রাজনীতি। উদাহরণ হিসেবে আমি উত্তরপ্রদেশের কথা বলতে পারি।  আমরা সেখানে সাফল্য পেয়েছি। কারণ উত্তরপ্রদেশে দ্রুততা ও আন্তরিকতার সঙ্গে উন্নয়ন পরিলক্ষিত হয়েছে।"