COVID-19 Vaccination: প্রধানমন্ত্রীর হাত ধরে সোমবার থেকেই শুরু বয়স্কদের টিকাকরণ, প্রতিষেধকের খোঁজখবর এক ঝলকে
আজ করোনা প্রতিষেধক কোভ্যাক্সিনের (COVID-19 Vaccination) প্রথম ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টিকা নেওয়ার পর টুইট বার্তায় দেশবাসীকে করোনা মুক্ত ভারত গড়ার ডাক দেন তিনি। আর আজ থেকেই দেশজুড়ে চালু হল দ্বিতীয়দফার টিকাকরণ প্রক্রিয়া। এই দফায় যাঁরা ষাটোর্ধ্ব তাঁরা প্রত্যেকেই কোভিড প্রতিষেধক পাবেন। একইভাবে যাঁদের বয়স ৪৫-এর উপরে এবং কোমর্বিডিটি রয়েছে, তাঁরাও করোনার টিকা নিতে পারবেন। সরকারি কেন্দ্র থেকে টিকা নিলে তা বিনামূল্যেই প্রয়োগ করা হবে। তবে সরকারি হাসপাতালেই মিলবে টিকা। এজন্য টাকাও লাগবে, তবে সেই অঙ্কটা কত তা এখনও নির্ধারিত হয়নি।
নতুন দিল্লি, ১ মার্চ: আজ করোনা প্রতিষেধক কোভ্যাক্সিনের (COVID-19 Vaccination) প্রথম ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টিকা নেওয়ার পর টুইট বার্তায় দেশবাসীকে করোনা মুক্ত ভারত গড়ার ডাক দেন তিনি। আর আজ থেকেই দেশজুড়ে চালু হল দ্বিতীয়দফার টিকাকরণ প্রক্রিয়া। এই দফায় যাঁরা ষাটোর্ধ্ব তাঁরা প্রত্যেকেই কোভিড প্রতিষেধক পাবেন। একইভাবে যাঁদের বয়স ৪৫-এর উপরে এবং কোমর্বিডিটি রয়েছে, তাঁরাও করোনার টিকা নিতে পারবেন। সরকারি কেন্দ্র থেকে টিকা নিলে তা বিনামূল্যেই প্রয়োগ করা হবে। তবে সরকারি হাসপাতালেই মিলবে টিকা। এজন্য টাকাও লাগবে, তবে সেই অঙ্কটা কত তা এখনও নির্ধারিত হয়নি। আজ থেকে দ্বিতীয় দফার টিকাকরণ প্রক্রিয়ার কাজ শুরু হবে ১০ হাজার সরকারি কেন্দ্রে। আরও পড়ুন-WB Assembly Elections 2021: সোমবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা, নন্দীগ্রাম থেকে কী মমতা?
একইভাবে দেশের ২০ হাজার বেসরকারি হাসপাতালেও করোনার টিকা দেওয়া হবে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, “যাঁরা বেসরকারি হাসপাতাল থেকে করোনার প্রতিষেধক নিতে চান, তাঁদের এজন টাকা খরচ করতে হবে। এজন্য় ঠিক কত টাকালাগবে তা আগামী ৩-৪ দিনের মধ্যেই স্বাস্থ্য মন্ত্রক থেকে নির্ধারিত করে দেওয়া হবে। এই নিয়ে টিকা প্রস্তুতকারক সংস্থা ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রক।
করোনা টিকা নেওয়ার জন্য অনলাইনে নাম নথিভুক্ত করতে হলে__
- নাম নথিভুক্ত করতে হবে কো-উইন অ্যাপে
- অ্যাপ খোলা যাবে বেলা ১২টা থেকে
- বেছে নেওয়া যাবে, ভ্যাক্সিন ও ভ্যাক্সিনেশন সেন্টার
- সোমবার বেলা ১২ টা থেকে কো-উইন অ্যাপ খুলে যাবে এ রাজ্যে।
- তারপর আধার কার্ড ও অন্যান্য বিবরণ দিয়ে নাম নথিভুক্ত করতে হবে।
- বেছে নেওয়া যাবে কাছাকাছির টিকাকরণ কেন্দ্র।
- যাঁরা দুপুর ৩টের মধ্যে নাম নথিভুক্ত করবেন, তাঁদেরকে বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হবে পরের দিন।
- সরকারি হাসপাতালে ভ্যাকসিন নেওয়া যাবে নাম নথিভুক্ত করার দিনই।
- যে নথি ব্যবহার করে নাম নথিভুক্ত করা হবে, সেই নথি নিয়ে যেতে হবে হাসপাতালে।
- হাসপাতালে কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের মধ্যে যে কোনও একটি বেছে নেওয়া যাবে।
- সরকারি হাসপাতালে করোনার ভ্যাকসিন বিনামূল্যে দেবে কেন্দ্রীয় সরকার