Parliament Winter Session 2019: সংসদের শীতকালীন অধিবেশন আজ, মহারাষ্ট্রের অবিরাম বৃষ্টিপাতে মানুষের হয়রানিকে আমল দেয়নি সরকার! দাবি তুলে সরব শিবসেনা

আজ সোমবার থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session)। অধিবেশনে দেশের আর্থিক মন্দা, বেকারত্ব বৃদ্ধি ছাড়াও কৃষকদের দুর্দশা সংক্রান্ত বিষয় নিয়ে আলোকপাত করা হবে বলে জানা গিয়েছে। আলোচনা হতে পারে নাগরিক সংশোধনী বিল (NRC) নিয়েই। এর মাঝেই এদিন মহারাষ্ট্রের অবিরাম বৃষ্টিপাতে (Maharashtra Rains) মানুষের হয়রানির বিষয়টিকে আমল দেয়নি সরকার (Government), এমন দাবি তুলে সংসদের বাইরে সরব হল মহারাষ্ট্রের অন্যতম রাজনৈতিক দল শিবসেনা (Shiv Sena)।

শীতকালীন অধিবেশনে সরব শিবসেনা (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৮ নভেম্বর: আজ সোমবার থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session)। অধিবেশনে দেশের আর্থিক মন্দা, বেকারত্ব বৃদ্ধি ছাড়াও কৃষকদের দুর্দশা সংক্রান্ত বিষয় নিয়ে আলোকপাত করা হবে বলে জানা গিয়েছে। আলোচনা হতে পারে নাগরিক সংশোধনী বিল (NRC) নিয়েই। এর মাঝেই এদিন মহারাষ্ট্রের অবিরাম বৃষ্টিপাতে (Maharashtra Rains) মানুষের হয়রানির বিষয়টিকে আমল দেয়নি সরকার (Government), এমন দাবি তুলে সংসদের বাইরে সরব হল মহারাষ্ট্রের অন্যতম রাজনৈতিক দল শিবসেনা (Shiv Sena)।

দলের সাংসদদের অভিযোগ মহারাষ্ট্রের অবিরাম বৃষ্টিপাতকে কেবল 'প্রাকৃতিক দুর্যোগ' (Natural Calamity) বলছে সরকার। এদিনর বিক্ষোভে সামিল হন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত (Sanjoy Routh), অরবিন্দ সাওয়ান্ত প্রমুখরা। মহারাষ্ট্রের অর্থমন্ত্রী সুধীর মুনগন্তীবরের বক্তব্য, মহারাষ্ট্রে অবিরাম বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে ৭০ লক্ষ হেক্টর জমির ফসল। সরকারি সূত্রে জানা গিয়েছে, যার ফলে মহারাষ্ট্রের ৩৬টি জেলার মধ্যে ৩০টি জেলায় ৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এবারের অধিবেশনে ৩৫টি বিল আনতে চায় বিজেপি সরকার (BJP)। যারমধ্যে থাকবে ই-সিগারেট ও কর্পোরেট ট্যাক্স সংক্রান্ত অর্ডিন্যান্স বিল। সেই সঙ্গে তোলা হতে পারে ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিলটিও। সোমবার থেকে শুরু হয়ে আগামী মাসের ১৩ তারিখ পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন। আরও পড়ুন: Parliament Winter Session: সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন; সব বিষয়ে আলোচনায় রাজি সরকার বললেন নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) শীতকালীন অধিবেশন নিয়ে আলোচনা প্রসঙ্গে জানিয়ে দিয়েছেন, অধিবেশনে সবরকম বিষয়ে আলোচনায় প্রস্তুত রয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কথায়, অধিবেশনের নিয়মশৃঙ্খলার মধ্যে থেকে সরকার সব বিষয়ে আলোচনা করতে রাজি। তবে তাঁর আবেদন একটাই আলোচনা হোক গঠনমূলক।



@endif