Nirmala Sitharaman in 4th Trance of Economic Package: বিদেশি বিনিয়োগে ৭৪% ছাড়পত্র, অস্ত্র তৈরি হবে দেশেই, তবে বেসরকারিকরণ নয়; কেন্দ্রীয় অর্থমন্ত্রকের চতুর্থ দফার আর্থিক প্যাকেজ জানুন বিস্তারিত

আজ 'আত্মনির্ভর ভারত অভিযান'-র চতুর্থ দফার প্যাকেজ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শুরুতেই তিনি বলেন এই প্যাকেজ দেশকে আরও শক্তিশালী করে তুলবে। 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পে জোর দিতে হবে। সংস্কারের ওপর জোর দেওয়ার কথা জানান। জিএসটি চালু সরকারের সবচেয়ে বড় পদক্ষেপ। ভারতের জন্য এবং ভারতেই তৈরি হবে সমস্ত দ্রব্য। ব্যাঙ্কিং ব্যবস্থা আরও উন্নত করা হবে।

নির্মলা সীতারমন (Picture Credits: ANI)

নতুন দিল্লি, ১৬ মে: আজ 'আত্মনির্ভর ভারত অভিযান'-র চতুর্থ দফার প্যাকেজ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। শুরুতেই তিনি বলেন এই প্যাকেজ দেশকে আরও শক্তিশালী করে তুলবে। 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পে জোর দিতে হবে। সংস্কারের ওপর জোর দেওয়ার কথা জানান। জিএসটি চালু সরকারের সবচেয়ে বড় পদক্ষেপ। ভারতের জন্য এবং ভারতেই তৈরি হবে সমস্ত দ্রব্য। ব্যাঙ্কিং ব্যবস্থা আরও উন্নত করা হবে।

তিনি আরও বলেন, সমস্ত চ্যালেঞ্জের জন্য তৈরি থাকতে হবে। ব্যবসায় সরলীকরণের চেষ্টা করতে হবে। প্রত্যেক মন্ত্রণালয়ে একটি করে সেল তৈরি হবে। বিদেশে ভারতের সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আকর্ষণীয় করে তুলতে হবে। আরও পড়ুন, উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশ, ট্রাক উল্টে মৃত্যু হল ৫ অভিবাসী শ্রমিকের

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ঘোষণা অনুযায়ী-

বিদেশের ওপর কম নির্ভরশীল হওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রক। অন্য দেশের ওপর যত কম নির্ভর করা যাবে ততই ভালো। অর্ডিন্যান্স ফ্যাক্টরির কর্পোরাটাইজেশন। বিদেশ থেকে সমরাস্ত্র আমদানি নয়, দেশের তৈরি সমরাস্ত্র কিনবে সরকার। বিদেশে বিনিয়োগ ৭৪ শতাংশ পর্যন্ত ছাড়পত্র। অস্ত্র উৎপাদনে দেশের সংস্থাগুলিকে উৎসাহ দেওয়া হবে।

বিমান পরিবহণ শিল্পে বেশি বিনিয়োগ। পিপিপি ৬ বিমানবন্দরের সংস্কারের কোথাও ঘোষণা করা হয় এই প্যাকেজে। বিমানবন্দরের নিলাম হবে, বেসরকারিকরণ করা হবে। ভারতীয় আকাশসীমাকে যতবেশি সম্ভব ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছে। বিমানের যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের জন্য আগে বিদেশে পাঠানো হত, এবার তা ভারতেই হবে। এতে চাকরির ক্ষেত্রও বৃদ্ধি পাবে।