যোগী আদিত্যনাথ (ছবিঃX)

কলকাতাঃ সংশোধিত ওয়াকফ আইন (Waqf Bill 2025) প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত মুর্শিদাবাদের (Murshidabad)বিস্তীর্ণ অংশ। জ্বলছে হিংসার আগুন। পথে নেমেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। হিংসার আগুন ছড়িয়েছে ত্রিপুরা সহ বিভিন্ন জায়গায়। আর দেশজুড়ে এই উত্তেজনার জন্য বিরোধীদের একাংশকে দায়ী করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই অশান্তির পিছনে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের মতো দলগুলির হাত রয়েছে বলে মন্তব্য যোগীর। লখনউয়ে বাবা সাহেব অম্বেদকরকে নিয়ে এক অনুষ্ঠানে ওয়াকফ আইন বিরোধী আন্দোলন ও হিংসার প্রসঙ্গ টেনে আনেন যোগী। এই প্রসঙ্গ টেনে যোগী বলেন, "দেশের বিভিন্ন অংশে ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছেন কিছু ব্যক্তি। এই সম্পত্তির কোনও বৈধ নথি নেই। এমনকী ভূমিরাজস্ব দফতরেও সেই সম্পত্তির কোনও রেকর্ড নেই। আর সেই সম্পত্তি হাতছাড়া হবার ভয় দেখিয় সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে পথে নামানোর চক্রান্ত করছে বিরোধীরা।"

ওয়াকফ ইস্যু নিয়ে কী মন্তব্য যোগীর?

যোগীর কথায়, "মুর্শিদাবাদে হিংসার খবর পেয়েছি। তিনজনকে খুন করা হয়েছে। মৃতরা দরিদ্র ও দলিত শ্রেণির মানুষ ছিলেন। এই ওয়াকফ সম্পত্তি সরকারের হাতে এলে এই মানুষরা সবচেয়ে বেশি উপকৃত হতেন। " মুখ্যমন্ত্রীর দাবি, এই সব সম্পত্তি সরকারের হাতে এলে সেখানে স্কুল-কলেজ, হাসপাতাল তৈরি হবে। আর তাতেই ভয় পাচ্ছেন বিরোধীরা। উন্নয়নের জোয়ার আসলে মানুষকে ভুল বোঝানো যাবে না তাই পরিকল্পনা করে এই কাজ করছে বিরোধীরা।

প্রসঙ্গত, ওয়াকফ ইস্যুতে জ্বলছে মুর্শিদাবাদ। বিশেষ করে হিংসা ছড়িয়েছে ধুলিয়ান, শামসেরগঞ্জ ইত্যাদি জায়গায়। ঘর ছাড়া বহু মানুষ। নদী পেরিয়ে মালদায় গিয়ে আশ্রয় নিচ্ছেন তাঁরা। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ঘরবাড়ি ও দোকানপাটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হাইকোর্টের নির্দেশে নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে।

ওয়াকফ বিরোধী আন্দোলন নিয়ে মন্তব্য যোগীর