Water conservation: বিশুদ্ধ জলের জন্য সবাইকে উদ্যোগী হতে হবে, বার্তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

"বিশুদ্ধ পানীয় জলের জন্য সবাইকে উদ্যোগী হতে হবে। জল সংরক্ষণের বিষয়টি আজ বিশ্বজনীন।" মঙ্গলবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথাই বললেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Photo Credits: ANI

নয়াদিল্লি: "বিশুদ্ধ পানীয় জলের (Clean drinking water) জন্য সবাইকে উদ্যোগী হতে হবে। জল সংরক্ষণের (Water conservation) বিষয়টি আজ বিশ্বজনীন (global issue)।" মঙ্গলবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথাই বললেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (India's President Droupadi Murmu)।

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গ্রেটার নয়ডার (Greater Noida) এক্সপো মার্টে (Expo Mart) সপ্তম ভারতীয় জল সপ্তাহ (seventh India Water Week) অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় জলসম্পদ (water resources), নদী উন্নয়ন (river development) ও গঙ্গা পুর্নজীবন (Ganga rejuvenation) মন্ত্রকের তরফে জল সংরক্ষণ (conserve) ও জলের অপচয় বন্ধের বিষয়ে সচেতনতা (awareness) বাড়াতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নভেম্বরের ১ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। এই অনুষ্ঠানে যোগ দিতে আসার মধ্যে দিয়ে রাষ্ট্রপতি হিসেবে এই প্রথম উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় এলেন দ্রৌপদী মুর্মু।

এখানে আসার পর তাঁকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত, জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী প্রল্লাদ প্যাটেল, বিশ্বেশ্বর টুডু ও উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, "জল ছাড়া জীবনের কথা ভাবাও অসম্ভব। ভারতীয় সভ্যতায় জল জীবনে বাঁচার জন্য যেমন দরকার তেমনি জীবনের পরেও লাগে। তাই সমস্ত জলের উৎসকেই এখানে পবিত্র বলে মনে করা হয়। কিন্তু, বর্তমান পরিস্থিতির দিকে তাকালে ভয় লাগে। জনসংখ্যা বৃদ্ধির জন্য আমাদের নদী ও জলাধারগুলিতে জলের পরিমাণ কমছে। গ্রামের পুকুরগুলি শুকিয়ে যাচ্ছে। অনেক স্থানীয় নদীরই আর অস্তিত্ব নেই। কৃষিকাজ ও শিল্পের জন্য বেশি পরিমাণ জল লাগছে। এই সমস্ত কারণে গোটা বিশ্বজুড়েই পরিবেশের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন ঘটছে, ফলে অসময়ে অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে। এইরকম পরিস্থিতিতে জলের সঠিক ব্যবহারের জন্য পদক্ষেপ নেওয়াটা একান্ত দরকার। আর এটা শুধু ভারতের বিষয় নয় গোটা বিশ্বকেই এই বিষয়ে উদ্যোগী হতে হবে। কারণ একটি নদী শুধুমাত্র একটা দেশকেই সমৃদ্ধ করে না দু-তিনটি দেশের মধ্যে দিয়েও প্রবাহিত হয়। তাই এই বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা একান্তভাবে কাম্য।"