Uttar Pradesh: নিখোঁজ নাবালিকার তল্লাশিতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

ব্যক্তির অভিযোগ, তাঁর মেয়েকে বিয়ে করতে চেয়ে ২২ বছরের ওই যুবক বার বার চাপ দিচ্ছিল। মেয়ের গতিবিধির উপরও সে নজর রাখছিল। দিনের পর দিন ধরে ওই যুবকের নজরদারি এবং বিয়ের জন্য চাপ দেওয়ার জেরে শেষে অসুস্থ হয়ে পড়ে তাঁর কন্যা।

Molestation, Representational Image (Photo Credit: Pixabay)

কানপুর, ৭ সেপ্টেম্বরঃ হঠাৎই নিখোঁজ হওয়া নাবালিকা মেয়ের খোঁজে পুলিশের দারস্ত হন বাবা। মেয়েকে যখন তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে, সেই সময় নাবালিকার কিছু ছবি মেলে এক যুবকের কাছে। ব্যক্তির অভিযোগ, তাঁর মেয়েকে বিয়ে করতে চেয়ে ২২ বছরের ওই যুবক বার বার চাপ দিচ্ছিল। মেয়ের গতিবিধির উপরও সে নজর রাখছিল। দিনের পর দিন ধরে ওই যুবকের নজরদারি এবং বিয়ের জন্য চাপ দেওয়ার জেরে শেষে অসুস্থ হয়ে পড়ে তাঁর কন্যা। ফলে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরে (Kanpur)। লালা লাজপত রায় হাসপাতালে চিকিৎসা চলছে মেয়ের।

কানপুরের অতিরিক্ত ডিসিপি অঙ্কিতা শর্মা বৃহস্পতিবার জানান, মেয়েটির বাবা রাস্তায় জুতো বিক্রি করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত চালিয়ে সত্যতা পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ চকলেটের লোভ দেখিয়ে ১০ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সত্তরের বৃদ্ধ

যদিও ঘটনার তদন্ত পুলিশ জারি রেখেছে বলেই জানাচ্ছে। অভিযুক্ত ২২ বছরের ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫, ৫০৬ এবং পকসো আইনের অধীনে মামলা দায়ের হয়েছে বলেই জানান অতিরিক্ত ডিসিপি।