Places of Worship Act: মসজিদ ও দরগায় সমীক্ষা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি! জেনে নিন প্লেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট কি?
প্রবীণ আইনজীবী সঞ্জয় হেগড়ে প্লেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট, ১৯৯১ নিয়ে কী বললেন দেখুন।
নয়াদিল্লি: মসজিদ ও দরগায় সমীক্ষা ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে দেশের পরিস্থিতি। হটাৎ করে এই সমীক্ষার জেরে অস্থিরতা তৈরি হচ্ছে বিভিন্ন এলাকায়। উত্তরপ্রদেশের সম্ভল জেলায় মুঘল আমলে নির্মিত, একশো বছরেরও বেশি পুরনো শাহি জামা মসজিদে সমীক্ষা ঘিরে হামলার ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এরই মধ্যে ৮০০ বছরের পুরনো বিখ্যাত আজমির শরিফ দরগাকে (Ajmer Sharif dargah) শিব মন্দির (Shiva Temple) বলে দাবি উঠেছে, আদালতেও সে দাবি গ্রহণ করা হয়েছে। এই পরিস্থিতিতে এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি (AIMIM MP Asaduddin Owaisi) সহ আরও অনেকেই ‘প্লেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট’ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, দেশে মানা হচ্ছে না ‘প্লেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট' (Places of Worship Act 1991)।
প্লেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট কি?
প্লেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট (Places of Worship Act, 1991), অর্থাৎ উপাসনা স্থান আইনটি ১৯৯১ সালে প্রণীত হয়, উপাসনা স্থান আইনে বলা হয়েছে, যে ১৫ আগস্ট ১৯৪৭ এর আগে তৈরি হওয়া যে কোনও ধর্মের উপাসনালয়কে আর অন্য কোনও ধর্মের উপাসনালয়ে রূপান্তর করা যাবে না। কেউ এই আইন লঙ্ঘনের চেষ্টা করলে তিন বছর পর্যন্ত জরিমানা ও জেল হতে পারে। এই আইনটি ১৯৯১ সালে কংগ্রেসের তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও সরকার এনেছিলেন। এই আইনের ধারা অনুসারে, কোনও ধর্মীয় স্থানকে সম্পূর্ণ বা আংশিকভাবে অন্য কোনও ধর্মে রূপান্তরিত করার অনুমতি নেই।
প্রবীণ আইনজীবী সঞ্জয় হেগড়ে (Senior Advocate Sanjay Hegde) প্লেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট ১৯৯১ নিয়ে কী বলেন দেখুন-
উল্লেখ্য, জমিয়ত উলামা ই হিন্দের মৌলানা মেহমুদ মাদানি দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে আবেদন করেছেন যে মসজিদ সমীক্ষার নামে যে সাম্প্রদায়িক হিংসা চড়ানোর চক্রান্ত চলছে তা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)