প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে এমন মুখ্য নির্বাচন কমিশনার চাই, বলছে সুপ্রিম কোর্ট

প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে এমন একজন মুখ্য নির্বাচন কমিশনার প্রয়োজন। বুধবার এই মন্তব্যই করল বিচারপতি কে এম যোশেফের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ।

সুপ্রিম কোর্ট (Photo Credits: IANS)

নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর (Prime Minister) বিরুদ্ধেও (Against) ব্যবস্থা (Action) নিতে পারে এমন একজন মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) প্রয়োজন (Need)। বুধবার এই মন্তব্যই করল বিচারপতি কে এম যোশেফের (Justice K.M. Joseph) নেতৃত্বাধীন (headed) পাঁচ সদস্যের (five Judge) সাংবিধানিক বেঞ্চ (Constitution bench)। এর পাশাপাশি গত সপ্তাহে কী পদ্ধতিতে নির্বাচন কমিশনারকে (Election Commissioner) নিযুক্ত (appointment) করা হয় সেই বিষয়ও কেন্দ্রীয় সরকারকে জানাতে বলা হল দেশের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে।

এপ্রসঙ্গে বিচারপতি কে এম যোশেফের নেতৃত্বাধীন বিচারপতি অজয় রাস্তোগি (Ajay Rastogi), অনিরুদ্ধ বোস (Aniruddha Bose), ঋষিকেশ রায় (Hrishikesh Roy) ও সি টি রবিকুমারের (C.T. Ravikumar) সাংবিধানিক বেঞ্চ জানায়, আমাদের প্রয়োজন এমন একজন মুখ্য নির্বাচন কমিশনারের যিনি দরকার পড়লে একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারবেন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যখন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু অভিযোগ (some allegation) এল যার ব্যবস্থা নিতে হবে মুখ্য নির্বাচন কমিশনারকে। কিন্তু, দেখা গেল তিনি কার্যক্ষেত্রে কিছুই করতে পারলেন না। তাই মুখ্য নির্বাচন কমিশনারকে স্বতন্ত্র ও রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখতে হবে।

এর পাশাপাশি কেন্দ্রের তরফে আদালতে হাজির অ্যাটর্নি জেনারেল (Attorney General) আর বেঙ্কাটারামানি (R. Venkataramani), সলিসিটার জেনারেল (Solicitor General) তুষার মেহেতা(Tushar Mehata) ও অ্যাডিশনাল সলিসিটার জেনারেল (Additional Solicitor General) বলবীর সিংকে (Balbir Singh) কী পদ্ধতিতে নির্বাচন কমিশনারকে নিযুক্ত করা হয় তা আদালতকে জানাতেও বলে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ।