Close
Advertisement
 
রবিবার, ডিসেম্বর 22, 2024
সর্বশেষ গল্প
12 minutes ago

Narendra Modi Swearing-In Ceremony Live: নাড্ডা থেকে শান্তনু ঠাকুর- সুকান্ত মজুমদার, মোদী মন্ত্রিসভার শপথ নিলেন কারা

খবর Aishwarya Purkait | Jun 10, 2024 10:30 AM IST
A+
A-
09 Jun, 21:44 (IST)

কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এবারের লোকসভা নির্বাচন বালুরঘাট আসনে তৃণমূলের বিপ্লব মিত্র-কে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারান সুকান্ত মজুমদার। টানা দু বার সাংসদ হলেন তিনি। এর আগে শান্তনু ঠাকুর মন্ত্রী হিসেবে শপথ নেন।

দেখুন ভিডিয়ো

 

09 Jun, 21:44 (IST)

কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এবারের লোকসভা নির্বাচন বালুরঘাট আসনে তৃণমূলের বিপ্লব মিত্র-কে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারান সুকান্ত মজুমদার। টানা দু বার সাংসদ হলেন তিনি। এর আগে শান্তনু ঠাকুর মন্ত্রী হিসেবে শপথ নেন।

দেখুন ভিডিয়ো

 

09 Jun, 21:44 (IST)

কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এবারের লোকসভা নির্বাচন বালুরঘাট আসনে তৃণমূলের বিপ্লব মিত্র-কে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারান সুকান্ত মজুমদার। টানা দু বার সাংসদ হলেন তিনি। এর আগে শান্তনু ঠাকুর মন্ত্রী হিসেবে শপথ নেন।

দেখুন ভিডিয়ো

 

09 Jun, 21:18 (IST)

গতবারের মত এবারও নরেন্দ্র মোদী মন্ত্রিসভা থাকছেন বাংলার সাংসদ শান্তনু ঠাকুর। বনগাঁ-র সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন। তৃণমূলের বিশ্বজিত দাস-কে ৭৩ হাজার ভোটের ব্যবধানে মতুয়া গড়ে হারান ঠাকুর পরিবারের সদস্য শান্তনু। গতবারের থেকে তাঁর জয়ের মার্জিন অনেকটা কমে যায়

দেখুন ভিডিয়ো 

 

09 Jun, 21:18 (IST)

গতবারের মত এবারও নরেন্দ্র মোদী মন্ত্রিসভা থাকছেন বাংলার সাংসদ শান্তনু ঠাকুর। বনগাঁ-র সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন। তৃণমূলের বিশ্বজিত দাস-কে ৭৩ হাজার ভোটের ব্যবধানে মতুয়া গড়ে হারান ঠাকুর পরিবারের সদস্য শান্তনু। গতবারের থেকে তাঁর জয়ের মার্জিন অনেকটা কমে যায়

দেখুন ভিডিয়ো 

 

09 Jun, 21:18 (IST)

গতবারের মত এবারও নরেন্দ্র মোদী মন্ত্রিসভা থাকছেন বাংলার সাংসদ শান্তনু ঠাকুর। বনগাঁ-র সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন। তৃণমূলের বিশ্বজিত দাস-কে ৭৩ হাজার ভোটের ব্যবধানে মতুয়া গড়ে হারান ঠাকুর পরিবারের সদস্য শান্তনু। গতবারের থেকে তাঁর জয়ের মার্জিন অনেকটা কমে যায়

দেখুন ভিডিয়ো 

 

09 Jun, 21:01 (IST)

কংগ্রেস জমানায় মন্ত্রী ছিলেন, এবার বিজেপি জমানায় মন্ত্রী হলেন। ইউপি-র পিলিভিট থেকে জিতে মোদী মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন জিতিন প্রসাদ।

দেখুন ভিডিয়ো

 

09 Jun, 20:39 (IST)

মোদীর মন্ত্রিসভায় যোগ দিলেন চিরাগ পাসোয়ান। শপথবাক্য পাঠ করলেন রামবিলাস পুত্র।

 

09 Jun, 20:15 (IST)

দ্বিতীয়বারের পর তৃতীয়বারেও মন্ত্রীত্ব পাচ্ছেন বিজেপি নেতা অশ্বিনী বৈষ্ণব। আজ শপথ নিলেন তিনিও।

 

09 Jun, 20:04 (IST)

এনডিএ শরিক 'হাম'এর জিতনরাম মাঝি মোদীর মন্ত্রীসভার সদস্য হিসাবে শপথ নিলেন। গয়া কেন্দ্র থেকে দুবারের জয়ী সাংসদ তিনি।

 

 

 

Load More

আরও একবার কুর্সিতে নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভারতের প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথ নিতে চলেছেন মোদী। লোকসভায় বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ (NDA) শরিকদের হাত ধরে সরকার গঠন করতে চলেছেন নমো। পরপর দুইবার পূর্ণ মেয়াদের প্রধানমন্ত্রীত্ব সম্পূর্ণ করে টানা তৃতীয়বার দিল্লির মসনদে বসবেন তিনি। জহরলাল নেহেরুর পর গত ছয় দশকে মোদীই প্রথম টানা তিন বার প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করছেন। রবিবাসরীয় সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। মোদীর পাশাপাশি তাঁর মন্ত্রীসভার সদস্যরাও শপথ গ্রহণ করবেন। সন্ধ্যে ৭:১৫ মিনিটে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে।


Show Full Article Share Now