Krishna Janmashtami 2022 Date & Puja Timings: ১৮ না ১৯ কবে পালন করা হবে জন্মাষ্টমী? অষ্টমী তিথি কখন শুরু কখন শেষ দেখে নিন এক ঝলকে !
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী লক্ষত্র যোগে মধুরায় রাজা কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন ভগবান শ্রী কৃষ্ণ। তাঁর এই জন্মদিনকেই জন্মাষ্টমী বলা হয়। মহারাষ্ট্র সহ গোটা উত্তর ভারত এবং গোটা দেশ জুড়ে পালিত হয় তাঁর জন্মের পবিত্র তিথি, জন্মাষ্টমী ৷ এ বারও সেই উৎসবের তিথি এসেই গিয়েছে৷ আর কয়েক দিনের প্রতীক্ষা৷ তার পরই পালিত হবে জন্মাষ্টমীর পবিত্র মুহূর্ত ৷ আজ দেখে নেব এ বছরের জন্মাষ্টমী তিথির দিনক্ষণ ও শুভ মুহূর্ত৷
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রাতের সাত প্রহরের পর অষ্টম প্রহরে ভগবান শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেন। তখন মধ্যরাত। আগামী ১৯ অগাস্ট, শুক্রবার পড়েছে এই তিথি৷ তবে এই তিথি শুরু হচ্ছে ১৮ অগাস্ট৷ তবে জন্মাষ্টমী পালিত হবে ১৯ তারিখই৷
জন্মাষ্টমী তিথি ও শুভক্ষণ
দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী শুক্রবার ১৮ অগাস্ট অষ্টমী তিথি শুরু হচ্ছে রাত ৯টা ২০ মিনিটে৷ এই তিথি থাকবে ১৯ অগাস্ট রাত ১০ টা ৫৯ মিনিট পর্যন্ত৷ সেদিন সূর্যোদয়ের সময় অষ্টমী তিথি থাকবে বলে সেদিনই এই পার্বণ পালিত হবে৷
শ্রীকৃষ্ণের জন্ম রোহিণী নক্ষত্রে৷ তবে এ বার অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র থাকছে না ৷রোহিণী নক্ষত্র শুরু হবে ২০ অগাস্ট, মধ্যরাত ১টা ৫৩ মিনিটে এবং রোহিণী নক্ষত্র শেষ হবে ২১ অগাস্ট, ভোর ৪টা ৪০ মিনিটে।
দেশ জুড়ে শ্রীকৃষ্ণের বিভিন্ন মন্দিরে মহাসমারোহে পালিত হয় জন্মাষ্টমী তিথি৷ এ ছাড়াও গৃহস্থ বাড়িতে পূজিত হন ভগবান কৃষ্ণ৷মহারাষ্ট্রে এই উৎসবের অন্যতম অঙ্গ দই হান্ডি৷ বৃন্দাবন, মথুরায় বিভিন্ন মন্দির ও পুণ্যতীর্থে ভেঙে পড়ে ভক্ত ও পুণ্যার্থীদের ভিড়৷নানা স্বাদের মিষ্টান্ন ও প্রসাদ এই উৎসবের অন্যতম অঙ্গ৷ তবে প্রদেশ ভেদে পাল্টে যায় খাবারের স্বাদ৷ বাংলায় যেমন জন্মাষ্টমীর অন্যতম অঙ্গ তালের বড়া৷