Happy Dol Purnima 2024 Wishes In Bengali: আজ হোলিকা দহন দিয়ে শুরু রঙের উৎসব হোলির, বাংলায় দোলযাত্রার সূচনার আগে পাঠানো হোক রঙিন শুভেচ্ছা বার্তা

বসন্ত এসেছে দুয়ারে আর তারই হাত ধরে এসেছে পলাশের লাল ফুল।রঙিনের সমাহার চারিদিকেই।আর তাই রঙের উৎসব দোল পূর্ণিমা বা হোলি গুটিগুটি পায়ে আমাদের আনন্দ দিতে হাজির।এই রঙের উৎসবের সারা ভারত ব্যাপী নামে অনেক ব্যাপকতা।কোথাও এই উৎসব হোলি খেলা আবার কোথাও তা দোল পূর্ণিমা নামেও পরিচিত।কিন্তু মূল যা আনন্দ তা রঙের।অৰ্থাৎ রঙে নিজের ও অন্যের মনকে রাঙিয়ে দেওয়া।তাই আসমুদ্র হিমাচল এই উৎসবে মেতে উঠবে কাল সকাল থেকেই।

আজ রাত থেকেই তাই পাঠাতে থাকুন দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা-

 



@endif