Hyderabad: দেশে এই প্রথম, রোগীর কিডনিত থেকে বেরল ১৫৬টি পাথর
বছর পঞ্চাশের রোগীর কিডনি থেকে ১৫৬টি পাথর বের করলেন চিকিৎসকরা। ঘটনাটি হায়দরাবাদের (Hyderabad) প্রিতি ইউরোলজি অ্য়ান্ড কিডনি হসপিটালের।
হায়দরাবাদ, ১৭ ডিসেম্বর: বছর পঞ্চাশের রোগীর কিডনি থেকে ১৫৬টি পাথর বের করলেন চিকিৎসকরা। ঘটনাটি হায়দরাবাদের (Hyderabad) প্রিতি ইউরোলজি অ্য়ান্ড কিডনি হসপিটালের। চাবির গর্তের মতো সরু ছিদ্রপথেই হয়েছে অস্ত্রোপচার। চিকিৎসকরা জানিয়েছেন, দেশে এই প্রথম কোনওরকম বড়সড় অস্ত্রোপচার ছাড়াই শুধুমাত্র ল্যাপারোস্কপি ও এন্ডোস্কপির মাধ্যমে একজন রোগীর শরীর থেকে বের হল ১৫৬টি পাথর। রোগী হলেন কর্ণাটকের হুবলির একজন স্কুল শিক্ষক। তাঁর নাম বাসবরাজ মাদিওয়ালার। কিছুদিন ধরে তলপেটে তীব্র ব্যথা অনুভব করায় চিকিৎসকের কাছে যান তিনি। আলট্রাসোনোগ্রাফি করলে দেখা যায় কিডনিতে স্টোন হয়েছে। এর জেরেই ব্যথায় কষ্ট পাচ্ছেন তিনি।
সমস্যা হল, রোগীর একটি কিডনির অবস্থান ছিল অস্বাভাবিক। অর্থাৎ মূত্রনালির কাছে না থেকে কিডনিটি ছিল পেটের কাছে। কিডনির অস্বাভাবিক অবস্থান আশ্চর্য়ের কিছু নয়, কিন্তু এমন অবস্থানে থাকা কিডনি থেকে পাথর বের করা অবশ্যই চ্যালেঞ্জের ব্যাপার। এই প্রসঙ্গে ইউরোলজিস্ট তথা ম্যানেজিং ডিরেক্টর চিকিৎসক ভি চন্দ্রমোহন বলেন, "ওই রোগীর শরীরে গত ২ বছর ধরে পাথরগুলি বেড়েছে। তবে এর আগে এই সংক্রান্ত কোনও উপসর্গ তিনি বোঝেননি। তবে আচমকা এমন ব্যথা শুরু হল যে তিনি প্রায় বাধ্য হয়েই পেটের সবধরনের পরীক্ষা নিরিক্ষা করালেন। কিডনিতে পাথরের উপস্থিতি টের পাওয়ার পর তাঁর বয়স বিবেচনা করে বড়ো অস্ত্রপাচারে না গিয়ে এন্ডোস্কপি ও ল্যাপারোস্কপির মাধ্যমে কিডনি থেকে পাথর বের করার সিদ্ধান্ত নেওয়া হয়। " আরও পড়ুন- Winter In West Bengal: হিমের পরশে বাংলা, আজ মরশুমের শীতলতম দিন
জানা গেছে, শরীরে বড়সড় কাটাছেঁড়া না করেই শুধু চাবির গর্তের সমতূল ছিদ্রের সাহায্যে সমস্ত পাথর মাত্র তিন ঘণ্টায় বের করে আনা সম্ভব হয়েছে। অস্ত্রোপচার সফল। রোগী সুস্থ আছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এবং নিজের দৈনন্দিন কাজেও ফিরেছেন তিনি।