New Covid Strain 'Deltacron': ওমিক্রনের পর এবার ‘ডেল্টাক্রন’, নয়া প্রজাতি নিয়ে কী বলছেন বিজ্ঞানীরা?

নতুন বছরের শুরুতে ওমিক্রন যেন সবলে আঘাত হেনেছে দেশবাসীর উপরে। হু হু করে বাড়ছে সংক্রমণ। সোমবার দৈনিক সংক্রমণ পৌনে ২ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে নতুন দুঃসংবাদটি দিলেন ইউনিভার্সিটি অফ সাইপ্রাসের জীববিজ্ঞানের অধ্যাপক লিওনডিওস কসট্রিকিস।

Omicron (Photo Credit: File Photo)

নতুন দিল্লি, ১০ জানুয়ারি:  নতুন বছরের শুরুতে ওমিক্রন যেন সবলে আঘাত হেনেছে দেশবাসীর উপরে। হু হু করে বাড়ছে সংক্রমণ। সোমবার দৈনিক সংক্রমণ পৌনে ২ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে নতুন দুঃসংবাদটি দিলেন  ইউনিভার্সিটি অফ সাইপ্রাসের জীববিজ্ঞানের অধ্যাপক লিওনডিওস কসট্রিকিস।তিনি ল্যাবরেটরি অফ বায়োলজি অ্যান্ড মলিকিউলার ভাইরোলজির প্রধান জানান, এই মুহূর্তে নয়া প্রজাতি কাজ শুরু করেছে। অতি সংক্রামক ওমিক্রন ও ভয়াবহ ডেল্টার সংমিশ্রনে তৈরি এই নতুন প্রজাতির নাম ডেল্টাক্রন। গত  শুক্রবার সিগমা টিভির এক সাক্ষাৎকারে অধ্যাপক কসট্রিকিস বলেন, “নতুন স্ট্রেনের ডেটা পরীক্ষা করে দেখা গেছে, এর মধ্যে ওমিক্রনের জেনেটিক সিগনেচারের পাশাপাশি ডেল্টার জিনোমও মিলেছে। মূলত ওমিক্রন ও ডেল্টার সংমিশ্রনেই এই নতুন প্রজাতি তৈরি হয়েছে।” আরও পড়ুন-Coronavirus Cases In India: ২ লাখ ছুঁই ছুঁই দৈনিক সংক্রমণ, করোনা ঝড়ে দিশেহারা দেশ

এখনও পর্যন্ত ২৫ জনের শরীরে ডেল্টাক্রনের জীবাণু মিলেছে।  মোট ২৫ টি নমুনা এসেছিল সাইপ্রাসে। তারমধ্যে ১০টি-তে রয়েছে ওমিক্রনের জীবাণু। ২৫টি নমুনার মধ্যে ১১টি হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্তদের শরীর থেকে নেওয়া হয়েছে। বাকি ১৪ টি জেরুজালেমের সাধারণ মানুষের সোয়াব টেস্টের নমুনা।  অধ্যাপক জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীনদের শরীরের নমুনা বেশি সংক্রামক। তারই একটিকে বিবিধ সিকোয়েন্সিংয়ের মধ্যে দিয়ে পরীক্ষার পর গ্লোবাল ডেটাবেসে ইজরায়েল থেকে জায়গা পাওয়া প্রজাতি ডেল্টাক্রন।তবে এখনই এই নয়া প্রজাতি নিয়ে চিন্তার কিছু নেই। এমনটাই জানিয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়েছে।