Modi 3 Ministers Full list: তৃতীয় মোদী সরকারে কে কী মন্ত্রক পেলেন, জানুন এক নজরে

গতকাল, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ৭১ জন এনডিএ সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তাঁদের মধ্যে ৩০ জন পূর্ণমন্ত্রী বা ক্যাবিনেট মন্ত্রী, ৩৬ জন প্রতিমন্ত্রী ও ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।

Amit Shah, Rajnath Singh. (Photo Credits: X)

নির্বাচনে ফল খারাপ খারাপ হলেও বিজেপি-র সিনিয়র নেতাদের মন্ত্রকে কোনও রদবদল হল না। শরীকদের তেমন বড় কোনও মন্ত্রক না দিয়েই ২৪০ আসন পাওয়া বিজেপি আগের মতই গুরুত্বপূর্ণ সব মন্ত্রীপদই নিজেদের দখলে রাখল। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আটটি কেন্দ্রীয় মন্ত্রকেই আগের মত বিজেপি মন্ত্রীদের হাতেই থাকল।

অমিত শাহ স্বরাষ্ট্র, রাজনাথ সিং প্রতিরক্ষা, নির্মলা সীতারমণ অর্থ, নীতীন গডকরি জাতীয় সড়ক, অশ্বিনী বৈষ্ণব রেল, পীযুষ গোয়েল বানিজ্য মন্ত্রকের দায়িত্বে থাকলেন। মোদী সংখ্যাগরিষ্ঠতা হারলেও সব গুরুত্বপূর্ণ মন্ত্রকই নিজের ঘনিষ্ঠদের কাছেই রাখলেন। কিং মেকার টিডিপি শুধু অসামরিক বিমান মন্ত্রকের দায়িত্বে থাকল। আর নীতীশ কুমারের জেডি (ইউ) পেল শুধু পঞ্চায়েত রাজ, পশুপালন মন্ত্রক।

গতকাল, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ৭১ জন এনডিএ সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তাঁদের মধ্যে ৩০ জন পূর্ণমন্ত্রী বা ক্যাবিনেট মন্ত্রী, ৩৬ জন প্রতিমন্ত্রী ও ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। এবারও মোদী সরকারে বাংলা থেকে কোনও পূর্ণমন্ত্রী নেই। ১২ জন সাংসদ দেওয়া বাংলা মোদী সরকারে পেয়েছে দুটি প্রতিমন্ত্রীর পদ। বালুরঘাট থেকে জয়ী সুকান্ত মজুমদার ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।  আজ, সোমবার সন্ধ্যায় সন্ধ্যায় ঠিক হল কোন মন্ত্রক কে সামলাবেন।

জানুন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কে কোন দফতর সামলাবেন--

১) রাজনাথ সিং- প্রতিরক্ষা মন্ত্রক

২) অমিত শাহ- স্বরাষ্ট্র ও সংযোগরক্ষাকারী মন্ত্রক

৩) নীতীন জয়রাম গডকরি- সড়ক পরিবহরণ ও জাতীয় সড়ক মন্ত্রক

৪) জেপি নাড্ডা- স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতর এবং সার-রসায়ন মন্ত্রক

৫) শিবরাজ সিং চৌহান- কৃষি ও কৃষি কল্যাণ দফতর এবং গ্রামোন্নয়ন দফতর

৬) নির্মলা সীতারমণ- অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রক

৭) এস জয়শঙ্কর- বিদেশমন্ত্রী মন্ত্রক

৮) মনোহর লাল খট্টার- বিদ্যুত মন্ত্রক ও গৃহ এবং শহর বিষয়ক মন্ত্রক।

৯) এইচডি কুমারস্বামী- ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রক।

১০) পীযুষ গোয়েল- বানিজ্য ও শিল্প মন্ত্রক

১১) ধর্মেন্দ্র প্রধান- শিক্ষা মন্ত্রক

১২) জিতন রাম মাঞ্ঝি (হাম)- অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প মন্ত্রক

১৩) লালন সিং (জেডিইউ)- পঞ্চায়েত রাজ, মতস্য, পশুপালন ও ডেয়ারি মন্ত্রক।

১৪) সর্বানন্দ সোনওয়াল-জল যোগাযোগ, বন্দর ও জাহাজ মন্ত্রক।

১৫) বীরেন্দ্র কুমার- সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক।

১৬) কিনজারাপু রামমোহন নাইডু (টিডিপি)- অসামরিক বিমান চলাচল মন্ত্রক। (আগে ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া)

১৭) প্রহ্লাদ যোশী- ক্রেতা সুরক্ষা, খাদ্য ও খাদ্য সরবাহ মন্ত্রী। এবং নতুন এবং নবায়নযোগ্য শক্তি মন্ত্রক।

১৮) জুয়েল ওরাঁ- তফসিলি বিষয়ক মন্ত্রক

১৯) গিরিরাজ সিং- বস্ত্র মন্ত্রক

২০) অশ্বিনী বৈষ্ণব- রেলমন্ত্রী, তথ্য প্রযুক্তি মন্ত্রী, ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রক।

২১) জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া- যোগাযোগ ও উত্তর পূর্ব ভারত উন্নয়ন মন্ত্রক।

২২) ভূপেন্দ্র যাদব- পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক

২৩) গজেন্দ্র সিং শেখওয়াত- সংস্কৃতি ও পর্যটন মন্ত্রক

২৪) অন্নপূর্ণা দেবী- মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী

২৫) কিরণ রিজিজু- সংসদ বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক।

২৬) মনসুখ মান্ডব্য- ক্রীড়া, যুব কল্যাণ, শ্রম ও নিয়োগ মন্ত্রক

২৭) হরদীপ সিং পুরী- পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক

৮) জি কিষাণ রেড্ডি- কয়লা ও খনি মন্ত্রক

২৯) চিরাগ পাসোয়ান (এলজিপি)- খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক

৩০) সিআর পাতিল-জলশক্তি মন্ত্রক।

স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রীর দায়িত্বে

১) রাও ইন্দ্রজিত সিং- পরিসংখ্যান, পরিকল্পনা ও পরিকল্পনা বাস্তবায়ন মন্ত্রক।

২) জিতেন্দ্র সিং- বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি। প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রক। পেনশন, সাধারণ মানুষের অভিযোগ, পারমাণবিক শক্তি ও মহাকাশ বিভাগ।

৩) অর্জুন রাম মেঘওয়াল- আইন ও ন্যায়বিচার, এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী।

৪) জয়ন্ত চৌধুরী- স্কিল উন্নয়ন, উদ্যোগপতি, শিক্ষা প্রতিমন্ত্রী।

৫) যাদব প্রতাপরাও গানপাতরাও- আয়ুষ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক।

প্রতিমন্ত্রী (বাংলার দুই)-

সুকান্ত মজুমদার- শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল প্রতিমন্ত্রী

শান্তনু ঠাকুর- জাহাজ প্রতিমন্ত্রী।