Mumbai Rains: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, বন্ধ ট্রেন চলাচল, বাস পরিষেবা, অফিস; হাইওয়েতে ধস (দেখুন ভিডিও)
একনাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। বন্ধ ট্রেন চলাচল, একাধিক বাস পরিষেবা, বন্ধ সব অফিস। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী দু'দিন অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। তাই জরুরি পরিষেবা ছাড়া সব অফিস বন্ধ থাকবে। বৃহন্মুম্বই ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট বাস পরিষেবারও একাধিক রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। গোরেগাঁও, কিংস সার্কল, হিন্দমাতা, দাদর, শিবাজি চক, শেল কলোনি, কুরলা, এসটি ডিপো, বান্দ্রা টকিজ, সিওন রোড জলের তলায়। সাবার্বান কান্দিভালি ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে এলাকায় রাতে বৃষ্টিতে ধস নেমেছে।
মুম্বই, ৪ অগস্ট: একনাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই (Mumbai)। বন্ধ ট্রেন চলাচল (Train), একাধিক বাস পরিষেবা, বন্ধ সব অফিস। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী দু'দিন অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা (Red Alert) রয়েছে। তাই জরুরি পরিষেবা ছাড়া সব অফিস বন্ধ থাকবে। বৃহন্মুম্বই ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট বাস পরিষেবারও একাধিক রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। গোরেগাঁও, কিংস সার্কল, হিন্দমাতা, দাদর, শিবাজি চক, শেল কলোনি, কুরলা, এসটি ডিপো, বান্দ্রা টকিজ, সিওন রোড জলের তলায়। সাবার্বান কান্দিভালি ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে এলাকায় রাতে বৃষ্টিতে ধস নেমেছে।
সমুদ্রে জোয়ার আসার কথা ১২টা ৪৭ মিনিটে। পুরনিগম সংশ্লিষ্ট সবকটি দফতরকে সতর্ক করেছে, উপকূলের কাছে বা নীচু এলাকায় মানুষকে না যেতে। ঢেউয়ের উচ্চতা হতে পারে ৪.৫১ মিটার পর্যন্ত। উত্তর মহারাষ্ট্র উপকূলে আজ ও কাল ঝোড়ো হাওয়া বইতে পারে। মুম্বইয়ে কাল সকাল ৮টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৩০.০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন, করোনা আক্রান্তের সংখ্যায় ১৮ লক্ষ ৫৫ হাজারের কোঠা ছাড়িয়ে গেল ভারত
এছাড়াও, প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে থানে, পুনে, রায়গড় ও রত্নগিরিতেও। বিএমসি মুম্বইবাসীকে বাড়িতে থাকারই নির্দেশ দিয়েছে। প্রবল বৃষ্টিতে অগস্ট মাসের শুরু থেকেই নাজেহাল হয় মুম্বইবাসী। প্রচন্ড বৃষ্টি চলে প্রায় সেপ্টেম্বর পর্যন্ত। লাগাতার ভারী বর্ষণে কার্যত গৃহবন্দী হয়ে পড়ে শহরবাসী। জল জমে যায় একাধিক এলাকায়। বন্ধ থাকে ট্রেন চলাচল। এই একই চিত্রে অভ্যস্ত মুম্বইবাসী। জল টেনে নিতে দারুণ সক্ষম ম্যানগ্রোভ অরণ্যের বেশিরভাগই গত ১০ বছরে কেটে ফেলেছে মুম্বই প্রশাসন, উঠেছে বিশাল সব বহুতল। তাই পরিস্থিতি আরও জটিল।