Helicopter Crash: Mi-17V5 কপ্টার কী ধরনের? জানুন বিস্তারিত

গন্তব্যের মাত্র ১০ কিলোমিটার আগে ভেঙে পড়ে রাশিয়ায় তৈরি বায়ুসেনার এমআই- ১৭ ভি- ৫ (Mi-17V5) কপ্টার। এটির ডানা ছাড়া আর সবকিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে।

IAF Mi-17V5 Helicopter Crash. (Photo Credti: Twitter)

কলকাতা, ৮ ডিসেম্বর: গন্তব্যের মাত্র ১০ কিলোমিটার আগে ভেঙে পড়ে রাশিয়ায় তৈরি বায়ুসেনার এমআই- ১৭ ভি- ৫ (Mi-17V5) কপ্টার। এটির ডানা ছাড়া আর সবকিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে। এদিন বেলা ১টার কিছু আগে নীলগিরির একটি চা বাগানের উপর ভেঙে পড়ে সেনাবাহিনীর এমআই- ১৭ ভি- ৫ হেলিকপ্টার। এই দুর্ঘটনাই প্রয়াত হন ভারতের প্রথম সেনা সর্বাধিনায়ক তথা চিফ অব ডিফেন্স স্টাফ (CDS) বিপিন রাওয়াত (Bipin Rawat)। এই কপ্টারে ছিলেন সস্ত্রীক সিডিএস এবং আরও কয়েকজন সেনা আধিকারিক।

বায়ুসেনা সূত্রে খবর, মৃত ১৩ জনের মধ্যে রয়েছেন সস্ত্রীক বিপিন রাওয়াত। তবে এই চপার দুর্ঘটনায় গুরুতর আহত ইন্ডিয়ার এয়ার ফোর্সের গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। এ বছর স্বাধীনতা দিবসে শৌর চক্র পেয়েছিলেন বরুণ সিং। আরও পড়ুন: IAF Mi-17V5 Helicopter Crash: হেলিকপ্টার দুর্ঘটনায় সিডিএস বিপিন রাওয়াত-সহ ১৩ জনের মৃত্যু, জানাল বায়ুসেনা

কিন্তু রাশিয়ায় তৈরি বায়ুসেনার এমআই- ১৭ ভি- ৫ -এর বৈশিষ্ট্য কি ?

দেখুন এক নজরে -

১) রাশিয়ায় তৈরি Mi-17V5 কপ্টারটিকে সেনা জওয়ান, মালপত্র, যন্ত্রপাতি পরিবহণের কাজে ব্যবহার করা হয়।

২) কপ্টারটির বাইরেও ঝুলিয়ে নিয়ে যাওয়া যায় মালপত্র।

৩) যে কোনও আবহাওয়ার উড়তে সক্ষম এই Mi-17V5 কপ্টার।

৪) সেনাবাহিনীর ট্রান্সপোর্ট কপ্টার হিসেবে বেশ সুখ্যাতি রয়েছে এই কপ্টারটির।

৫) সেনাবাহিনীর এই কপ্টারটির প্রধান কাজ হল এয়ার ড্রপ। মাটিতে থাকা কোনও টার্গেটে আঘাত করা ও আহতদের তুলে আনা।



@endif