COVID-19 Recoveries In World: বিশ্বে করোনাকে হারিয়ে সুস্থতার নিরিখে ১ নম্বরে ভারত, পরেই আমেরিকা

বিশ্বে করোনাকে হারিয়ে সর্বোচ্চ সুস্থতার হার (COVID-19 Recoveries) ভারতের। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা। সোমবার এই তথ্য দিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। ওয়ার্ল্ডো মিটারের রিপোর্ট অনুসারে বিশ্বের করোনা আক্রান্তের নিরিখে ভারত ১৯ শতাংশ সুস্থতায় রয়েছে। এই দেশে ৪৩ লাখেরও বেশি মানুষ করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন। বিশ্বের দ্বিতীয় করোনা বিধ্বস্ত দেশ ভারত। ভারতে সুস্থতার হার এখন ৭৯.৬৮ শতাংশ। করোনায় ভারতে মৃত্যুর হার ১.৬১ শতাংশ। ভারত যখন বিশ্বে ১৯ শতাংশ করোনা সুস্থতায় অবস্থান করছে।

Coronavirus (Photo: PTI)

নতুন দিল্লি, ২১ সেপ্টেম্বর: বিশ্বে করোনাকে হারিয়ে সর্বোচ্চ সুস্থতার হার (COVID-19 Recoveries) ভারতের। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা। সোমবার এই তথ্য দিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। ওয়ার্ল্ডো মিটারের রিপোর্ট অনুসারে বিশ্বের করোনা আক্রান্তের নিরিখে ভারত ১৯ শতাংশ সুস্থতায় রয়েছে। এই দেশে ৪৩ লাখেরও বেশি মানুষ করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন। বিশ্বের দ্বিতীয় করোনা বিধ্বস্ত দেশ ভারত। ভারতে সুস্থতার হার এখন ৭৯.৬৮ শতাংশ। করোনায় ভারতে মৃত্যুর হার ১.৬১ শতাংশ। ভারত যখন বিশ্বে ১৯ শতাংশ করোনা সুস্থতায় অবস্থান করছে। আমেরিকা তখন ১৮.৭০ শতাংশ সুস্থতায় রয়েছে। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনাকে হারিয়ে সুস্থতার হার ১৬.৯০ শতাংশ। আরও পড়ুন- Bhiwandi Building Collapse: মহারাষ্ট্রে ফের বহুতল ভেঙে মৃত ৮, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবন্ত শিশু

একই ভাবে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা। বিশ্বে করোনাকে সুস্থতার নিরিখে চার শতাংসে রয়েছে রাশিয়া। অন্যদিকে ২.৬ শতাংশে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বের মোট করোনা আক্রান্ত ৩১ মিলিয়ন ছুঁই ছুঁই। সেখানে মৃতের সংখ্যা ৯ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। সোমবার সকালের জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট বলছে, বিশ্বে মোট করোনা আক্রান্ত ৩ কোটি ৯১ লাখ ৮ হাজার ২৬৯ জন। মৃত্যু মিছিলে শামিল ৯ লাখ ৫৯ হাজার ৩৩২ জন। বিশ্বে করোনার থাবায় সবথেকে বিধ্বস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্ত ৬৭ লাখ ৯৯ হাজার ৪৪ জন। মৃতের সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৪৭৪ জন। ৫৪ লাখ ২০ জন আক্রান্তকে নিয়ে বিশ্বে দ্বিতীয় করোনা বিধ্বস্ত দেশ ভারত। দেশে কোভিডে মৃত ৮৬ হাজার ৭৫২ জন। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট করোনা আক্রান্ত ৪৫ লাখ ৪৪ হাজার ৬২৯ জন। সেখানে মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৩৬ হাজার ৮৯৫ জন।