Kangana Ranaut and Chirag Paswan (Photo Credit: ANI/Twitter)

অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) কেরিয়ারে একাধিক ফ্লপ ছবির মাঝে রয়েছে 'মিলে না মিলে হাম' সিনেমাটি। এই ছবি বক্সঅফিসে কবে এসেছিল বা কবে চলে গেল সেটা কারোরই মনে নেই। কিন্তু এই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করেছিলেন রামবিলাস পাসোয়ান পুত্র তথা এলজেপি সুপ্রিমো চিরাগ পাসোয়ান (Chirag Paswan)। এই ছবির মতোই তাঁর কেরিয়ারও ডুবে গেল অথৈ জলে। প্রথম থেকে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বইতে এলেও ওই একটি ছবি করেই তিনি বুঝে যান অভিনেতা হিসেবে তাঁর কেরিয়ার বেশিদূর এগোবে না। পরবর্তীকালে কয়েকটি ভোজপুরি সিনেমা করলেও তা সেভাবে চলেনি। আর তারপর থেকেই ফুলটাইমার রাজনীতিবিদ হয়ে গিয়েছেন চিরাগ পাসোয়ান। বাবার মৃত্যুর পর দলের হাল ধরা থেকে শুরু করে বর্তমানে তিনি এলজেপি সাংসদ।

চলতি বছরে লোকসভা নির্বাচনে জয় পেয়েছেন চিরাগ ও কঙ্গনা দুজনেই। আর তারপর সংসদ ভবনে মাঝেমধ্যেই দুজনকে একসঙ্গে দেখা যায়। বন্ধুত্বতা বেড়েছে সেটা নিঃসন্দেহে আন্দাজ করা যাচ্ছে। ফলে রাজনৈতিক কেরিয়ারের পাশাপাশি আবারও কঙ্গনার হাত ধরে সিনেমাতে কামব্যাক করবেন কিনা, এই নিয়ে চিরাগকে সম্প্রতি প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট উত্তর দেন, "আমি বাজে অভিনেতা, কঙ্গনা রানাওয়াত কখনই রাজি হবেন না আমার সঙ্গে ছবি করার। উনি খুবই ভালো একজন অভিনেত্রী। আমি রাজনীতিতেই ভালো আছি, আর এখানেই আমি মন দিতে চাই"।

সিনেমার পাশাপাশি চিরাগ কবে বিয়ে করবেন এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আপাতত বিগত ২ বছর বিয়ে নিয়ে কিছু ভাবছি না। বিয়ে একটি অনেক বড় দায়িত্ব। আর এতকিছু পাশাপাশি ওই দায়িত্ব এখন নিতেই চাই না। একবার বিয়ে হয়ে গেলে আমি বলতে পারবো না যে কাজকে আমি অগ্রধিকার দিতে চাই। সেই কারণে এই মুহূর্তে শুধুমাত্র রাজনীতি, আমার কেন্দ্র এবং বিহারের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়েই ভাবছি। এগুলোই আমার প্রধান লক্ষ্য"।