Haryana: রোহতকে কুস্তি কেন্দ্রে খুনের ঘটনায় মূল অভিযুক্ত কুস্তিগীর প্রশিক্ষককে গ্রেফতার করল পুলিশ
হরিয়ানার রোহতকে কুস্তি কেন্দ্রে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সুখবিন্দর নামে একজন কুস্তিগীর প্রশিক্ষককে গ্রেফতার করা হয়। মৃতদের মধ্যে একজনের অভিযোগের পর অভিযুক্তকে খুঁজে বের করে হয়। কোনওরকম ব্যক্তিগত ক্ষোভ বা রোষের জেরেই এই খুন বলে প্রাথমিক ধারণা পুলিশের। খুনের আসল কারণ খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
রোহতক, ১৩ ফেব্রুয়ারি: হরিয়ানার (Haryana) রোহতকে (Rohtak) কুস্তি কেন্দ্রে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সুখবিন্দর নামে একজন কুস্তিগীর প্রশিক্ষককে গ্রেফতার করা হয়। মৃতদের মধ্যে একজনের অভিযোগের পর অভিযুক্তকে খুঁজে বের করে হয়। কোনওরকম ব্যক্তিগত ক্ষোভ বা রোষের জেরেই এই খুন বলে প্রাথমিক ধারণা পুলিশের। খুনের আসল কারণ খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
শুক্রবার বিকেলে হরিয়ানার রোহতক জেলায় আচমকাই একটি কুস্তি কেন্দ্রে গুলি চলে। গুলির আঘাতে মারা যান ৫ জন। গুরতর জখম হন ৩ জন। একটি বেসরকারি কলেজ লাগোয়া এই কুস্তি কেন্দ্রটি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিকভাবে পুলিশ তদন্তে জানায় পুরনো কোনও শত্রুতার জেরেই খুন। তদন্তের পর কুস্তিগীর প্রশিক্ষককে খুঁজে বের করা হয়। আরও পড়ুন, গালওয়ান উপত্যকা এবং পানগং লেক পরিদর্শন করার ইচ্ছা প্রকাশ প্রতিরক্ষা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির
মৃতদেহ পুলিশ নিজেদের হেফাজতে রেখেছে। এখনও ময়নাতদন্ত চলছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।