Gujarat: হায়দরাবাদের পর সুরাট, ২ বছরের শিশুকে কামড়ে ক্ষতবিক্ষত করল রাস্তার কুকুর
রাস্তার কুকুরের হামলার জেরে ওই শিশুর শরীরে প্রায় ৩-, ৪০টি ক্ষত দেখা যায়। ওই শিশুর বাবা রবিকুমার কাহার জানান, তিনি এবং তাঁর স্ত্রী শ্রমিকের কাজ করেন। তাঁরা কাজ করতে গেলে, সেখান থেকে ফিরে আসার পর দেখতে পান, তাঁদের ছোট্ট মেয়েকে রাস্তার কুকুরে কামড়েছে।
সুরাট, ২৩ ফেব্রুয়ারি: হায়দরাবাদের (Hyderabad) পর এবার গুজরাটের (Gujarat) সুরাট (Surat)। এবার ফের ২ বছরের এক শিশুকে কামড়াল রাস্তার কুকুর। সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওই ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। যেখানে দেখা যায়, সুরাটের রাস্তায় ২ বছরের এক শিশুকে কামড়ায় রস্তার কুকুর। সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, ৩,৪টি কুকুর একসঙ্গে কামড়াতে শুরু করে বছর দুয়ের শিশুকে। রাস্তার কুকুরের হামলার জেরে ওই শিশুর শরীরে প্রায় ৩-, ৪০টি ক্ষত দেখা যায়। ওই শিশুর বাবা রবিকুমার কাহার জানান, তিনি এবং তাঁর স্ত্রী শ্রমিকের কাজ করেন। তাঁরা কাজ করতে গেলে, সেখান থেকে ফিরে আসার পর দেখতে পান, তাঁদের ছোট্ট মেয়েকে রাস্তার কুকুরে কামড়েছে। যা দেখার পরপরই ২ বছরের শিশুকে নিয়ে রবিকুমার এবং তাঁর স্ত্রী স্থানীয় সরকারি হাসপাতালে যান।
আরও পড়ুন: Viral Video: শিশুর উপর হামলা রাস্তার কুকুরের, ভিডিয়ো দেখে আঁতকে উঠল মানুষ
চিকিৎসক কেতন নায়কের কথায়, বছর দুয়ের শিশুর মাথায়, গলায়, পিঠে, শরীরের প্রায় সর্বত্র কামড় বসিয়েছে কুকুর। শুধু তাই নয়, ওই শিশুর ক্ষত বেশ গভীর বলেও জানান ওই চিকিৎসক।