GST on Cigarettes, Tobacco Increase: বাড়তে চলেছে সিগারেট-বিড়ির দাম, জিএসটি বৈঠকে বড় সিদ্ধান্ত

চলতি বছরে কেন্দ্রীয় বাজেট তামাকজাত দ্রব্যের উপর জিএসটি (GST) বাড়ানো হয়নি। ফলে সিগারেট, বিড়ির দাম ছিল অপরিবর্তিত। কিন্তু এবার এক ধাক্কায় বেশ কিছুটা বাড়তে চলেছে তামাকজাত পণ্যের দাম।

GST on cigarettes, tobacco may increase

নয়া দিল্লি, ৩ ডিসেম্বরঃ বাড়তে চলেছে সিগারেট (Cigarettes), বিড়ি ও অন্যান্য তামাকজাত (Tobacco ) পণ্যের দাম। চড়া হারে জিএসটি বসতে চলেছে বেশ কিছু পানীয়, সিগারেট, তামাক এবং সংশ্লিষ্ট পণ্যের উপর। সম্প্রতি তেমন ইঙ্গিতই মিলেছে। চলতি বছরে কেন্দ্রীয় বাজেট তামাকজাত দ্রব্যের উপর জিএসটি (GST) বাড়ানো হয়নি। ফলে সিগারেট, বিড়ির দাম ছিল অপরিবর্তিত। কিন্তু এবার এক ধাক্কায় বেশ কিছুটা বাড়তে চলেছে তামাকজাত পণ্যের দাম।

তামাকজাত দ্রব্যের দাম মূলত নির্ভর করে জিএসটির উপরে। জিএসটি বাড়ানো হলে তবেই ওই সমস্ত পণ্যের দাম বাড়ে। জিএসটি অপরিবর্তিত থাকলে দামও অপরিবর্তিত থাকে। কেন্দ্রীয় বাজেটে টোবাকো কর (Tobacco Tax) বৃদ্ধি না করায় জিএসটি হার যৌক্তিককরণের জন্য একটি মন্ত্রীগোষ্ঠী গঠন করেছিল জিএসটি পরিষদ। সোমবার সেই মন্ত্রীগোষ্ঠীই সিদ্ধান্ত নিয়েছে তামাকজাত দ্রব্যের পাশাপাশি কিছু পানীয়ের উপর জিএসটি বাড়তে চলেছে। বর্তমানে ওই সমস্ত পণ্যের উপর ২৮ শতাংশ কর চাপানো রয়েছে। এবার সেটি বাড়িয়ে ৩৫ শতাংশ করা হবে বলে জানা যাচ্ছে। বর্তমানে জিএসটি হার ৫%, ১২%, ১৮% এবং ২৮% এই চারটি স্তরে রয়েছে। সর্বোচ্চ স্তরেই ছিল তামাকজাত দ্রব্যের কর। তবে এবার নেশার দ্রব্য এবং পানীয়ের উপর কর বৃদ্ধি করে নতুন ৩৫% করকাঠামো আনা হতে পারে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে এই মন্ত্রীগোষ্ঠী মোট ১৪৮টি আইটেমের উপর কর পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। তবে ছাড় মিলবে অন্য খাতে। অর্থমন্ত্রীর দাবি, জিএসটি পরিষদের বৈঠকে বিমার প্রিমিয়ামে কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে জীবন এবং স্বাস্থ্য বিমার খরচ কমতে চলেছে। এখন বিমার প্রিমিয়ারে ১৮% জিএসটি রয়েছে। সেই



@endif