G20 Summit: ভুয়ো ইমেল থেকে সজাগ থাকুন, জি ২০ উপলক্ষ্যে কড়া সতর্কতা সরকারি অফিসগুলিতে

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি মনোনীত শাখার তরফে সরকারি অফিসগুলিকে এ বিষয়ে সতর্ক করা হয়।কোনও ধরনের ভুয়ো ইমেল সরকারি অফিসগুলিতে এলে, তা নিয়ে যেন সতর্ক থাকা হয় বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রকের ওই মনোনীত শাখা।

G20 Summit (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৪ সেপ্টেম্বর: ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে ভারতে জি ২০ সম্মেলন। ২ দিন ধরে চলবে এই সম্মেলন।আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর যাতে কোনওভাবে নিরাপত্তার ঘাটতি না হয়, সেদিকে কড়া সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে।ফলে সরকারি অফিসগুলিকেও করা হয়েছে সতর্ক।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি মনোনীত শাখার তরফে সরকারি অফিসগুলিকে এ বিষয়ে সতর্ক করা হয়।কোনও ধরনের ভুয়ো ইমেল সরকারি অফিসগুলিতে এলে, তা নিয়ে যেন সতর্ক থাকা হয় বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রকের ওই মনোনীত শাখা।

আরও পড়ুন:  G20 Summit: জি ২০ সম্মলনে থাকছেন না চিনের প্রেসিডেন্ট, 'হতাশ' জো বাইডেন

গত ২৪ অগাস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা সাইবার ক্রাইম বিভাগ সমন্বয় কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে। যে কোনও ধরনের বিভ্রান্তিকর ইমেল করে বিভিন্ন সরকারি অফিস এবং সেখানে কর্মরত ব্যক্তিদের দিকভ্রান্ত করা হতে পারে বলে। সতর্কতাবার্তায় আরও জানানো হয়, যে জাল ইমেলগুলি 14C ছদ্মবেশে সরকারি অফিসগুলিতে আসতে পারে৷

ফলে প্রত্যেকে যাতে এ বিষয়ে সতর্ক থাকেন, তা নিয়ে কড়া নজর রয়েছে প্রশাসনের।