Mpox: ভয় ধরাচ্ছে মাঙ্কিপক্স! ভাইরাসের নয়া প্রজাতি এমপক্সে আক্রান্ত প্রথম রোগীর হদিস মিলল দেশে

Monkeypox Representative Photo (Photo Credits: Unsplash)

নয়া দিল্লি, ৮ সেপ্টেম্বরঃ লাফিয়ে বাড়ছে মাঙ্কিপক্সে (Monkeypox) আক্রান্তের সংখ্যা। সংক্রমণ এড়াতে যত সতর্কতা অবলম্বন করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ততই মাঙ্কিপক্স তার প্রজাতির বদল ঘটাচ্ছে। বিশ্বজুড়ে ইতিমধ্যেই ৭৫টি দেশে ১৮ হাজারেরও বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। যার জেরে আগেই ‘হু’র তরফে মাঙ্কিপক্স সংক্রমণ রোধে গোটা বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করা করা হয়। ২০২২ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার মাঙ্কিপক্স নিয়ে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) । তবে হু'র জরুরি অবস্থা ঘোষণার পর ভারতে মাঙ্কিপক্সের নয়া প্রজাতি এমপক্স (Mpox) সংক্রমিত রোগীর হদিস মিলল। জানা যাচ্ছে, ওই ব্যক্তি সম্প্রতিই বিদেশ থেকে ফিরেছেন। এটিকে ভারতের প্রথম এমপক্স সংক্রমণ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

ভারতের স্বাস্থ্য দফতরের তরফে রবিবার একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, সম্প্রতি বিদেশ ফেরত এক যুবকের শরীরে মাঙ্কিপক্সের (Monkeypox) নয়া প্রজাতি এমপক্সের (Mpox) সংক্রমণ মিলেছে। আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে নিভৃতবাসে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, এই এমপক্সের সংক্রমণ সবে মাত্র আফ্রিকার কিছু অংশে দেখা মিলেছে। তবে ওই যুবকের দেহে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করতে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া ওই ব্যক্তির শরীরে এমপক্সের সম্ভাব্য উৎস চিহ্নিত করতে নানা পরীক্ষানিরীক্ষা চলছে। আগামীদিনে ভারতে এমপক্সের প্রভাব কতটা কী হতে চলেছে সেই মূল্যায়ন শুরু করে দিয়েছেন বিজ্ঞানীরা।

তবে এখনই মাঙ্কিপক্সের নয়া প্রজাতি এমপক্স (Mpox) নিয়ে উদ্বেগের কোন কারণ নেই বলে আশ্বস্ত করছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর। বিবৃতিতে উল্লেখ, এই নয়া ভাইরাসের সম্ভাব্য ঝুঁকি সামাল দিতে এবং তা প্রশমিত করতে দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত।